চার চারটি বিয়ে করেছেন কবীর বেদী, প্রথম স্ত্রী-পূজা বেদীর মা বিয়ের আগেই সন্তান সম্ভবা

Last Updated:

বর্ণময় জীবন কবীর বেদীর

#মুম্বই: আজ কবীর বেদীর জন্মদিন, রইল আমাদের শুভ কামনাও ৷ ৭৪ বছর বয়সী এই বলিউড অবিনেতার জীবন বর্ণময় ৷ আজকের দিনেই অর্থাৎ ১৯৪৬ সালের ১৬ জানুয়ারি অভিভক্ত লাহোরে জন্মেছিলেন ৷ দেশ ভাগের পরে মুম্বইয়ে এসে মডেলিং ও অভিনয় জগতে পা রেখেছিলেন কবীর বেদী ৷ তাঁর অত্যন্ত দমদার আওয়াজের জন্য তাজমহল ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ৷ তাংর কেরিয়ারে বেশ কিছু ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ তবে কবীর বেদী তাঁর পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবনের জন্য বেশি খ্যাতি পেয়েছেন ৷
প্রতিমা গুপ্ত বেদী ৷ সংগৃহীত ছবি ৷ প্রতিমা গুপ্ত বেদী ৷ সংগৃহীত ছবি ৷
তাঁর প্রথম বিয়ে আনন্দ-ফাননে হয়েছিল ৷ একটি সংবাদ পত্রের সূত্রে জানা গিয়েছে তাঁর পাকাদেখা অম্বা সান্যালের সঙ্গে হয়েছিল কিন্তু সেই সময়ে তিনি লিভ-ইন রিলেশনে ছিলেন ১৯ বছরের এক মডেল প্রতিমা গুপ্তর সঙ্গে ৷ প্রতিমা গুপ্ত কবীর বেদীর সঙ্গে লিভ-ইনে থাকতে থাকতেই সন্তান সম্ভবা হয়ে পড়েছিলেন ৷ বাধ্য হয়েই অম্বা গুপ্তর সঙ্গে পাকাকথা হওয়ার পরেও বিয়ে ভেঙে দেন ৷ প্রতিমা গুপ্তর সঙ্গে বিয়ের পরেই তাঁদের সন্তান পূজা বেদী জন্ম নিয়েছিল ৷
advertisement
advertisement
সূত্রের খবর পূজা বেদীর ৮ মাস বয়সে ৷ প্রতিমা গুপ্ত বেদী অর্থাৎ কবীর বেদীর প্রথম স্ত্রী প্রতিবেশী এক জার্মান যুবকের প্রেমে পড়েছিলেন ৷ এরপরেই নানান সাসংসারিক টানাপোড়েন ফলসরূপ বিয়ের ৫ বছরের মধ্যেই প্রতিমা গুপ্ত বেদী ও কবীর বেদীর ছাড়াছাড়ি হয়েগিয়েছিল ৷ মডেল হওয়ার পাশাপাশি প্রতিমা বেদী একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পীও বটে ৷ পরবর্তী কালে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন ৷ তিনি কৈলাশ মাবন সরোবরে গিয়েছিলেন ৷ সেখানেই ভূমিধসে মৃত হয়েছিলেন তিনি ৷ ১৯৭৪ সালে প্রতিমার নুড ছবি একটি পত্রিকায় বেরিয়েছিল ৷
advertisement
প্রতিমা গুপ্ত বেদী ৷ সংগৃহীত ছবি ৷ প্রতিমা গুপ্ত বেদী ৷ সংগৃহীত ছবি ৷
বাজারে টিকে থাকার জন্য পত্রিকা কর্তৃপক্ষ এমন এক মডেল খুঁজছিলেন যাঁর বোল্ড ছবি তোলপাড় করবে সবদিক ৷ যিনি নুড হয়ে দৌড়ে দৌড়ে ছবি তুলবেন ৷ সেই প্রস্তাবে প্রতিমা রাজিও হয়ে গিয়েছিলেন ৷ মুম্বই বিচে প্রতিমা নুড হয়ে দৌড়েও ছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চার চারটি বিয়ে করেছেন কবীর বেদী, প্রথম স্ত্রী-পূজা বেদীর মা বিয়ের আগেই সন্তান সম্ভবা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement