Happy Birthday Gulzar: হারিয়ে যেতেন গুলজার! তাঁর জন্য বাড়ি, চাকরি সব কিছুর ব্যবস্থা করেছিলেন এক বাঙালিই!

Last Updated:

Happy Birthday Gulzar: ৮৮ বছরে পা দিলেন গুলজার সাহেব! আজ তাঁর জন্মদিনে জেনে নিন কিছু অজানা কথা!

#মুম্বই: গুলজার! গোটা দেশের কাছে এই নাম মানেই গান, সুর ও কবিতার মেলবন্ধন! গুলজারের হাতের জাদুতে কত কত গানের জন্ম হয়েছে। গুলজার ছাড়া বলিউডকে ভাবা যায় না! তেমন ভাবা যায় না গোটা দেশের সংস্কৃতিকেই। গুলজারের অবদানের শেষ নেই। আজ সেই কিংবদন্তীর জন্মদিন। গুলজারের জন্মদিনে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন বলি সেলেবরা। তবে গুলজার আজ গুলজার হতেন না, যদি না হেমন্ত কুমার থাকতেন!  তাঁকে ছাড়া অসম্পূর্ণ থাকতো গুলজারের জীবন।
সে সময় বিমল রায় মারা যাওয়ার পর গুলজার-সহ বেশ কিছু মানুষের দায়িত্ব নিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। বিমল রায়ের জন্য কাজ করতেন গুলজার। তাঁর মৃত্যুর পর হেমন্ত কুমার নিজের হিন্দি ছবির গান ও চিত্রনাট্যের কাজের জন্য সঙ্গে নিলেন গুলজারকে। এরপরই হেমন্ত ও গুলজারের চেষ্টায় তৈরি হয়েছিল 'দীপ জ্বেলে যাই' ছবির হিন্দি। ওয়াহিদা রহমানকে নিয়ে তৈরি হল 'খামোশি'। এই ছবির গান 'হামনে দেখি হ্যায় ইন আঁখো কি মহেকতি খুশবু' লিখেছিলেন গুলজার। অনেকেই বলেছিলেন, এ আবার কেমন গানটা কবিতার মতো শোনাচ্ছে ! পাত্তা না দিয়ে ওই কলিই গানে রাখতে বলেছিলেন হেমন্তকুমার। এবং এই গান লতা গেয়েছিলেন। নিজে না গেয়ে লতাকে দিয়ে গানটি গাইছিলেন তিনি।
advertisement
advertisement
গুলজার ও হেমন্তর মধ্যে সম্পর্ক এতটাই ভাল হয়েছিল যে, গুলজারের বাড়ির প্রথম ডাউন পেমেন্টটাও করে দিয়েছিলেন তিনি। সে সময় গুলজার মেসে থাকেন। নিজের বাড়ি নেই। গান লেখেন। নচিকেতা ঘোষ তাঁর মুম্বইয়ের বাড়িটি বিক্রি করতে চান। তা সেই বাড়ি কেনার ডাউন পেমেন্ট করে দিয়ে এসে। গুলজারকে তিনি বলেছিলেন, "কাল নচিকেতা ঘোষের সঙ্গে কথা বলে সই করে এসো। আমি টাকা দিয়ে দিয়েছি।" শুনে অবাক হয়েছিলেন গুলজার। হেমন্ত কুমার বলেছিলেন, "তোমার চাকরি পাকা। আমি সময় মতো কেটে নেব।" তা আর কখনও কাটেননি তিনি।  গুলজার তাঁর নিজের লেখা বইতেও বার বার এ কথার উল্ল্যেখ করেছেন। খাটি সোনা চিনতে সেদিন ভুল হয়নি হেমন্তর!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Gulzar: হারিয়ে যেতেন গুলজার! তাঁর জন্য বাড়ি, চাকরি সব কিছুর ব্যবস্থা করেছিলেন এক বাঙালিই!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement