প্রচণ্ড অভাব! খাবার জোগাতে এই বলিউড অভিনেতা এখন সিকিওরিটি গার্ড

Last Updated:
#মুম্বই: সত্যিই কতোটা অনিশ্চিত এ জীবন ৷ কথায় আছে ‘আজ যে রাজা,কাল সে ফকির ৷’এই প্রবাদটি যে কতোটা সত্যি, বারবার প্রমাণ হয় ৷ আর বলিউড ইন্ডাস্ট্রিতে তো এই কথাটি ভীষণভাবে প্রযোজ্য ৷ কখনও কেউ অল্প চেষ্টাতেই স্টারডামের শিখরে পৌঁছে যান, তো কখনও কেউ প্রচুর চেষ্টার পরেও সাফল্যে অর্জন করেন না ৷ যেমনটা হয়েছে বলিউড অভিনেতা সাভি সিধুর জীবনে ৷ বলিউডে রাজত্ব করার চোখ দুটোতে এখন শুধুই কান্না ৷ বলিউডে ‘গুলাল’,‘পাতিয়ালা হাউজ’,‘বেভাকুফিয়াঁ’র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷ তবে ভাগ্য এমন পরিহাস, তাঁকে কাজ করতে হচ্ছে নিরাপত্তাকর্মী হিসেবে ৷ সম্প্রতি ফিল্মি কানেকশন ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন ৷ যেখানে সভি সিধুর জীবনের কাহিনি উঠে এসেছে ৷
4
পাতিয়ালা হাউজ ছবিতে ডিম্পল কাপাডিয়া এবং অক্ষয় কুমারের সঙ্গে সাভি সিধু ৷
advertisement
শুরুটা হয়েছিল চণ্ডীগড়ে ৷ সেখানে তিনি মডেলিং দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ৷ এরপর লখনউয়ে ফিরে আসেন সাভি ৷ লখনউয়ে আইন নিয়ে ডিগ্রি করতে ফিরে আসেন তিনি ৷ সে সময়ই থিয়েটারে অভিনয় করা শুরু করেন এই অভিনেতা ৷ অনুরাগ কাশ্যপ তাঁকে প্রথম ‘পাঁচ’নামে একটি ছবিতে সাইন করেন ৷ কিন্তু সেই ছবি আর মুক্তি পায়নি ৷ এর বাদেও উনি তাঁকে ‘ব্ল্যাক ফ্রাই ডে’তে নিয়েছিলেন ৷ সেই ছবিতে কমিশনার শর্মার চরিত্রে অভিনয় করেন তিনি ৷ এরপর গুলালেও অভিনয় করেন সাভি ৷ এরপর যশরাজ ফিল্মসের হয়েও কাজ করেন তিনি ৷
advertisement
2
‘ব্ল্য়াক ফ্রাইডে’ ছবিতে সাভি সিধু ৷
তবে ধীরে ধীরে তাঁর জীবনে অভাব দেখা যায় ৷ শরীরও আর দিচ্ছিল না ৷ সাভি জানিয়েছেন, ‘‘সব থেকে দুঃসময় ছিল তখন, যখন আমি আমার স্ত্রীকে হারিয়েছিলাম ৷ একই সঙ্গে তাঁর বাবা-মাও প্রাণ হারান ৷ ধীরে ধীরে একা হয়ে পড়েন তিনি ৷ এরপরেই তিনি সিকিওরিটি গার্ডের কাজ বেছে নেন ৷ একটি হাউজিং সোস্যাইটিতে ১২ ঘণ্টার শিফটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন সাভি সিধু ৷ এখনও তিনি আশা ছাড়েননি ৷ এখন তাঁর দু’চোখ জুড়ে স্বপ্ন-ফের বলিউড থেকে ডাক আসবে, একটা ভাল চরিত্র করার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রচণ্ড অভাব! খাবার জোগাতে এই বলিউড অভিনেতা এখন সিকিওরিটি গার্ড
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement