‘রোকা’র পর প্রিয়াঙ্কাকে কী নামে ডাকা শুরু করলেন নিক ?
Last Updated:
#মুম্বই: এবার মুখ খুললেন তিনি ৷ ২০১৭ সালে মেট গালার অনুষ্ঠান থেকে কানাঘুষোর সূচনা ৷ প্রেমের সাগরে ডুব দিয়েছেন নিক-প্রিয়াঙ্কা ৷ এই খবরে তখন সরগরম বলিউড থেকে হলিউড ৷ বলিউড কাঁপানো দেশি গার্ল তখন হলিউড কাঁপাচ্ছেন ৷
তাঁর সঙ্গে নাকি বেশ মাখো মাখো একটা সম্পর্ক গড়ে উঠেছে ব্রিটিশ পপ তারকা নিক জোনাসের ৷ এখানে ওখানে ইতিউতি মাঝে মধ্যেই হাতে হাত ধরা অবস্থায় নিক-প্রিয়াঙ্কাকে দেখা যেতে শুরু করে ৷
তাঁদের পিছনে পাপারাৎজিদের ধাওয়া করার পরিমাণ বেড়ে যায় কয়েকগুণ ৷ আর পাপারাৎজিদের কল্যাণে সেই এই জুটির বিভিন্ন মুহূর্তের ছবি সামনে আসতে থাকে আম জনতার ৷ তবে তখনও নিক-প্রিয়াঙ্কা স্পিকটি নট ৷ আরেকে দল মানুষ বলতে শুরু করেন নিকের বয়স ২৫ বছর ৷ আর প্রিয়াঙ্কা পড়েছে ৩৬-এ ৷ প্রেমটা হয় কী করে! প্রেমটা কী আর কোনও সমীকরণ, অঙ্ক কষে হয়? প্রেমটা জাস্ট হয়ে যায় ৷ আর বয়স তার কাছে তো নস্যি ৷
advertisement
advertisement
সেই গুঞ্জনটা কয়েকগুণ বেড়ে যায় ‘দেশি গার্ল’-এর হাত ধরে নিকের মুম্বই আগমনে ৷ শোনা যায়, প্রিয়াঙ্কা তাঁর মা-ভাই এবং গোটা পরিবারের সঙ্গে আলাপ করাতেই নিককে বগলদাবা করে নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা ৷ পরিবারের বিশেষ কয়েকজনের সঙ্গে গোয়ায় কিছু মজার সময়ও কাটিয়েছিলেন তাঁরা ৷ এরপরই শোনা যায় প্রিয়াঙ্কার জন্মদিনের দিন তাঁর বা হাতের অনামিকায় প্রায় ২ কোটি টাকা দামের একটি আংটি পরিয়ে এনগেজমেন্টটা সেরে ফেলেছেন নিক ৷ তবে এরপরেও নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে টু শব্দটিও করেননি ‘পিগি চপস’৷ তবে সলমন খানের ‘ভারত’থেকে সরে আসার পরই প্রিয়াঙ্কাকে তাঁর আগামী জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে বসেন ছবির পরিচালক ৷ ব্যস! এতেই আগুনে ঘি পড়ার মতো অবস্থা হল ৷ যদিও সে সময়ও মুখ খোলেননি প্রিয়াঙ্কা ৷
advertisement
advertisement
আজ মুম্বইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাসভবনে বসেছে নিক-প্রিয়াঙ্কার বাগদানের আসর ৷ উড়ে এসেছেন নিকের বাবা-মা ৷ সকাল থেকে শুরু হয়েছে পুজো-পাঠ ৷ পঞ্জাবি মতে ‘রোকা’ও হয়ে গিয়েছে এই সেলেব যুগলের ৷ এবার সমস্তরকম নিস্তব্ধতা ভাঙার পালা ৷ সময় খুশির জোয়ারে ভেসে যাওয়ার ৷ অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা ৷ ইনস্টাগ্রামে নিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘‘আমার হৃদয় ও ভালোবাসা নিয়ে নিয়েছেন...’’৷ অন্যদিকে সেই ছবিটিই পোস্ট করেছেন নিকও ৷ তিনি ক্যাপশনে লেখেন,‘‘ভবিষ্যতের মিসেস জোনাস, আর হৃদয়, আমার ভালোবাসা ৷’’
advertisement
Future Mrs. Jonas. My heart. My love. A post shared by Nick Jonas (@nickjonas) on
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2018 4:45 PM IST