‘রোকা’র পর প্রিয়াঙ্কাকে কী নামে ডাকা শুরু করলেন নিক ?

Last Updated:
#মুম্বই: এবার মুখ খুললেন তিনি ৷ ২০১৭ সালে মেট গালার অনুষ্ঠান থেকে কানাঘুষোর সূচনা ৷ প্রেমের সাগরে ডুব দিয়েছেন নিক-প্রিয়াঙ্কা ৷ এই খবরে তখন সরগরম বলিউড থেকে হলিউড ৷ বলিউড কাঁপানো দেশি গার্ল তখন হলিউড কাঁপাচ্ছেন ৷
তাঁর সঙ্গে নাকি বেশ মাখো মাখো একটা সম্পর্ক গড়ে উঠেছে ব্রিটিশ পপ তারকা নিক জোনাসের ৷ এখানে ওখানে ইতিউতি মাঝে মধ্যেই হাতে হাত ধরা অবস্থায় নিক-প্রিয়াঙ্কাকে দেখা যেতে শুরু করে ৷
তাঁদের পিছনে পাপারাৎজিদের ধাওয়া করার পরিমাণ বেড়ে যায় কয়েকগুণ ৷ আর পাপারাৎজিদের কল্যাণে সেই এই জুটির বিভিন্ন মুহূর্তের ছবি সামনে আসতে থাকে আম জনতার ৷ তবে তখনও নিক-প্রিয়াঙ্কা স্পিকটি নট ৷ আরেকে দল মানুষ বলতে শুরু করেন নিকের বয়স ২৫ বছর ৷ আর প্রিয়াঙ্কা পড়েছে ৩৬-এ ৷ প্রেমটা হয় কী করে! প্রেমটা কী আর কোনও সমীকরণ, অঙ্ক কষে হয়? প্রেমটা জাস্ট হয়ে যায় ৷ আর বয়স তার কাছে তো নস্যি ৷
advertisement
advertisement
সেই গুঞ্জনটা কয়েকগুণ বেড়ে যায় ‘দেশি গার্ল’-এর হাত ধরে নিকের মুম্বই আগমনে ৷ শোনা যায়, প্রিয়াঙ্কা তাঁর মা-ভাই এবং গোটা পরিবারের সঙ্গে আলাপ করাতেই নিককে বগলদাবা করে নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা ৷ পরিবারের বিশেষ কয়েকজনের সঙ্গে গোয়ায় কিছু মজার সময়ও কাটিয়েছিলেন তাঁরা ৷ এরপরই শোনা যায় প্রিয়াঙ্কার জন্মদিনের দিন তাঁর বা হাতের অনামিকায় প্রায় ২ কোটি টাকা দামের একটি আংটি পরিয়ে এনগেজমেন্টটা সেরে ফেলেছেন নিক ৷ তবে এরপরেও নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে টু শব্দটিও করেননি ‘পিগি চপস’৷ তবে সলমন খানের ‘ভারত’থেকে সরে আসার পরই প্রিয়াঙ্কাকে তাঁর আগামী জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে বসেন ছবির পরিচালক ৷ ব্যস! এতেই আগুনে ঘি পড়ার মতো অবস্থা হল ৷ যদিও সে সময়ও মুখ খোলেননি প্রিয়াঙ্কা ৷
advertisement

Taken.. With all my heart and soul..

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

advertisement
আজ মুম্বইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাসভবনে বসেছে নিক-প্রিয়াঙ্কার বাগদানের আসর ৷ উড়ে এসেছেন নিকের বাবা-মা ৷ সকাল থেকে শুরু হয়েছে পুজো-পাঠ ৷ পঞ্জাবি মতে ‘রোকা’ও হয়ে গিয়েছে এই সেলেব যুগলের ৷ এবার সমস্তরকম নিস্তব্ধতা ভাঙার পালা ৷ সময় খুশির জোয়ারে ভেসে যাওয়ার ৷ অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা ৷ ইনস্টাগ্রামে নিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘‘আমার হৃদয় ও ভালোবাসা নিয়ে নিয়েছেন...’’৷ অন্যদিকে সেই ছবিটিই পোস্ট করেছেন নিকও ৷ তিনি ক্যাপশনে লেখেন,‘‘ভবিষ্যতের মিসেস জোনাস, আর হৃদয়, আমার ভালোবাসা ৷’’
advertisement
Future Mrs. Jonas. My heart. My love. A post shared by Nick Jonas (@nickjonas) on
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘রোকা’র পর প্রিয়াঙ্কাকে কী নামে ডাকা শুরু করলেন নিক ?
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement