• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • রণবীরের সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়ে কি খুশি দিদি পূজা ভাট ?

রণবীরের সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়ে কি খুশি দিদি পূজা ভাট ?

 • Share this:

  #মুম্বই: ইদানীং বলিটাউনের অলিগলি থেকে রাজপথ মুখর একটাই গুঞ্জনে...রণবীর কাপুর আর আলিয়া ভাটের গরমাগরম প্রেম! ঘনিষ্ঠ সূত্রের খবর, 'রণলিয়া'র সম্পর্কে সায় রয়েছে কাপুর ও ভাট পরিবারেরও।

  তবে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে আলিয়ার দিদি, পূজা ভাটের কী মত? প্রকাশ্যে মুখ খুললেন খোদ পূজাই! জানালেন, '' প্রেম একান্তই ব্যক্তিগত বিষয়। আমরা ওর জীবনের কোনও সিদ্ধান্তই নিতে পারি না। আমরা শুধু এইটুকুই খেয়াল রাখতে পারি, ও সুখি ও সুরক্ষিত আছে কিনা?'' মহেশ ভাটের প্রথম পক্ষের সন্তান হলেও পূজা ও আলিয়ার সঙ্গে বরাবরই সুন্দর সম্পর্ক! বোনের কাজের প্রশংসাও করেন দিদি, '' আলিয়া অসাধারণ অভিনেত্রী। গল্লি বয়,উড়তা পাঞ্জাব, রাজি... সব ছবিতেই দুর্দান্ত অভিনয় করেছে। দিনে দিনে ওর অভিনয় দক্ষতা আরও উন্নত হচ্ছে!''

  প্রসঙ্গত ১৯৯১ সালে মহেশ ভাটের সুপরাডুপার হিট ছবি 'সড়ক'-এর রিমেক 'সড়ক-২'-এ একসঙ্গে দেখা মিলবে আলিয়া ও পূজার। ভাটকে। 'সড়ক'-এ ছাপ ফেলেছিল সঞ্জয় দত্ত, পূজা ভাট । 'সড়ক-২'- এও থাকছেন এই জুটি। আলিয়া ভাটের বিপরীতে দেখা মিলবে আদিত্য রায় কাপুরের।

  First published: