‘রোহিঙ্গা’ বলে তীব্র আক্রমণ স্বরা ভাস্করকে, কোমর বেঁধে ঝগড়া শুরু পায়েল রোহতহগির, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
স্বরাকে একহাত নিতে একেবারে কোমরে কাপড় বেঁধে ঝগড়া শুরু পায়েলের
#মুম্বই: আইডি অ্যাক্টে জেল খেটে এসেছেন পায়েল রোহতগি ৷ আর বাইরে বেরিয়ে ফের একবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছেন তিনি ৷ এবার বলিউডের অন্যতম পপুলার অভিনেত্রী স্বরা ভাস্করকে নজিরবিহীণভাবে আক্রমণ করেছেন তিনি ৷
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রথম থেকেই সরব বলিউডের একটা অংশ তার মধ্যে স্বরা অন্যতম ৷ তিনি NRC এবং CAA নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন ৷ এরজন্যে ভাস্কর দিল্লিতে প্রতিবাদী আন্দোলনের সঙ্গে রাস্তাতেও নেমেছেন ৷ সেখানে স্বরা বলেছিলেন যে তাঁর কাছে পাসপোর্ট নেই, আমার কাছে বার্থ সার্টিফিকেট নেই তাহলে তিনি কী দেশের নাগরিক ৷ এই প্রশ্নের উত্তরে একেবারে কোমর বেঁধে ঝগড়ায় নেমেছেন পায়েল রোহতগি ৷
advertisement
Ram Ram ji NRCdegree property #payalrohatgi pic.twitter.com/yVZXHkadER
— PAYAL ROHATGI & Team- Bhagwan Ram Bhakts (@Payal_Rohatgi) January 4, 2020
advertisement
নিজের ট্যুইটে তিনি লিখেছেন, ‘রাম রাম জী-মজা হবে যদি ওঁর নাম এনআরসিতে না থাকে, মনে হয় নিজের পরিবার থেকে ওর আলাদা হয়ে গেছে ৷ রোহিঙ্গা মনে হয় ৷ মনে হয় ভয় পেয়ে পাগল হয়ে গেছে , যার কাছে কোনও ডিগ্রি নেই, সম্পত্তি নেই তাকে বার কর দেশ থেকে৷ ’ এরপর সোশ্যাল মিডিয়ায় ফের বিভিন্ন রকমের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে ৷ স্বরার বিরুদ্ধে আবার সদগুরুর প্রবচনও উত্তর হিসেবে অনেকই দিচ্ছেন ট্যুইটে ৷
advertisement
An apt and clear response to #SwaraBhaskar 's crazy talk. Well done @Soumyadiptahttps://t.co/fvfJgRaLbV — Isha Team (@Ishagroup) January 5, 2020
দেশের বর্তমান অবস্থায় একাধিকবার মুখ খুলেছেন স্বরা ৷ এমনকি রবিবার জেএনইউতে হামলার ঘটনাতেও তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ৷
advertisement
জহওরলাল ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের তরফে অভিযোগ, অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ সকলেরই মুখ মুখোশে ঢাকা ছিল ৷ দুষ্কৃতীরা সকলেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আশ্রিত বলে জানিয়েছেন তাঁরা। সরাসরি এভিবিপি-র দিকে আঙুল তুলেছেন স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা ৷
এই ঘটনার তীব্র নিন্দা করে নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ সকলকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জমায়েত হওয়ার আহ্বান জানান ৷ এবিভিপি-র এই তাণ্ডব ও দিল্লি পুলিশের নীরবতার প্রতিবাদে বাবা গঙ্গনাথ মার্গের সামনে জনসমাবেশের ডাক দিলেন স্বরা ৷
advertisement
Urgent appeal!!!! To all Delhiites PLS gather in large numbers outside the Main Gate of JNU campus on Baba Gangnath Marg.. to pressure the govt. & #DelhiPolice to stop the rampage by alleged ABVP masked goons on JNU campus. PLS PLS share to everyone in Delhi 9pm on 5th. Jan pic.twitter.com/IXgvvazoSn
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020
advertisement
আরও দেখুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 8:10 PM IST