হানি সিং -র ‘First Kiss’, ২৪ ঘণ্টার মধ্যে ভিউ পেরোল এক কোটি!

Last Updated:

দেখে নিন ঝড়ের গতিত তুফান তোলা ভাইরাল ভিডিও৷ ইস্পিতায় মজেছেন সকলেই৷

#মুম্বই: সুপারহিট গায়ক হানি সিং  (Honey Singh) -র নতুন গান বাজারে আসতেই ধামাল মাচিয়েছেন৷ হানি ফ্যানরা প্রতীক্ষা করছিলেন কবে আসবে তাঁর নতুন গানের অ্যালবাম৷ তাঁর ফ্যানেরা তাঁর র‍্যাপের দিওয়ানা৷ মঙ্গলবারই রিলিজ হয়েছে তাঁর নতুন গান ফার্স্ট কিস  (First Kiss)৷ অ্যালবামে তাঁর সঙ্গী ইপ্সিতা৷ ক্লাসিক্যাল ড্যান্সের প্রশিক্ষণপ্রাপ্ত তাঁর অভিষেক অ্যালবাম নিয়ে উচ্ছ্বসিত ছিলেন৷ এই গানে হানি ফের একবার নিজের পুরনো আন্দাজে রয়েছেন৷
এই ভিডিও শ্যুটিং প্রাথমিকভাবে লন্ডনে হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে প্ল্যানিং পুরো বদলে যায়৷ শ্যুটিং হয় দুবাই ও দিল্লিতে৷ কিন্তু এতে যে কিছু এসে যায়নি ভিডিও রিলিজ হতেই সুপারহিট৷
২৪ ঘণ্টার মধ্যেই ভিডিও-র ভিউ এক কোটি ছাড়িয়েছে৷ লাইকের সংখ্যাও দশ লক্ষেরও বেশি৷ দেখে নিন সেই ভিডিও৷
advertisement
advertisement
নব্বইয়ের টাচ রয়েছে এই গানে৷ লিল গোলি, হোমি দিল্লিবালা, সিংঘস্টা -র সঙ্গে হানি সিং এই গান লিখেছেন৷ এই গানে ইস্পিতার আন্দাজে মজেছেন দর্শক-শ্রোতারা৷ এর আগে হানি সিংয়ের গান ছালাঙ্গ ছবিতে সুপারহিট হয়েছিল৷ সেই গানে নুসরত ভারুচার সঙ্গে রাজকুমার রাও ছিলেন৷ সেই গানও সোশ্যাল মিডিয়ায় হয়েছিল ভাইরাল৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
হানি সিং -র ‘First Kiss’, ২৪ ঘণ্টার মধ্যে ভিউ পেরোল এক কোটি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement