Home /News /entertainment /

Cyclone Tauktae: ঘূণিঝড়ে উপড়ে যাওয়া গাছ জড়িয়ে নাচছেন নায়িকা, Viral ভিডিও

Cyclone Tauktae: ঘূণিঝড়ে উপড়ে যাওয়া গাছ জড়িয়ে নাচছেন নায়িকা, Viral ভিডিও

বৃষ্টিতে নায়িকার নাচ

বৃষ্টিতে নায়িকার নাচ

এমন পরিস্থিতিতে অভিনেত্রী (Deepika Singh) এই পড়ে যাওয়া গাছটির চারপাশে কিছু রোম্যান্টিক পোজ (Romantic Pose)দিতে দেরি করেননি।

 • Share this:

  #মুম্বই: দেশের পশ্চিমের উপকূলীয় অঞ্চল বর্তমানে ঘূর্ণিঝড় টাউতের আছড়ে পড়েছে। মুম্বই এবং গুজরাট ধ্বংসলীলা চালিয়েছে এই ঝড়৷ এমনকী গোয়ায় বাদ যায়নি৷ প্রবল বেগে ঝড়, বৃষ্টির সাক্ষী থেকেছে মুম্বইবাসী৷ তবে বিপর্যয়ের এই সময়ে টিভি অভিনেত্রী দীপিকা সিং (Deepika Singh) বেরিয়ে পড়লেন। সাহসী দৃশ্যের শ্যুট করে ফেললেন তিনি! ঝড়ের কারণে একটি ভারী গাছ পড়েছিল দীপিকা সিংয়ের বাড়ির বাইরে। এমন পরিস্থিতিতে অভিনেত্রী এই পড়ে যাওয়া গাছটির চারপাশে কিছু রোম্যান্টিক পোজ দিতে দেরি করেননি। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই তিনি নাচলেন উপড়ে পড়া গাছের চারিপাশে৷ সেই ভিডিওটি ভাইরাল হল৷

  সিরিয়াল 'দিয়া অউ বাতি' ও 'কাভাচ' খ্যাত অভিনেত্রী দীপিকা তাঁর ছবি পোস্ট করে লিখেছেন, 'আপনি ঝড়কে শান্ত করতে পারবেন না৷ নিজেকে শান্ত রাখুন৷ এই পরিস্থিতিতে আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে পারেন এবং প্রকৃতির সঙ্গে একাত্মাবোধ করুন৷ কারণ এই ঝড়ও কেটে যাবে৷ এই গাছটি আমার বাড়ির সামনে উপড়ে গিয়েছিল৷ এতে কারও ক্ষতিও হয়নি৷ আমি ও রোহিত দু’জনে এই গাছের সঙ্গে কিছু ছবি তুললাম৷ যা স্মরণী হয়ে থাকবে৷

  কয়েকজন তারকার এই সাহসের প্রশংসা করেছেন৷ ভিডিও লাইক করেছেন৷ আবার বেশির ভাগ মানুষই নায়িকার এমন রূপে বেশ বিরক্ত হয়েছেন৷ কারণ এই ঝড়ের তান্ডবে প্রাণহানীর আশঙ্কা থাকে৷ সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়৷ তার মধ্যেই এই অভিনেত্রী এই রূপ৷ একে আদিখ্যেতা বলেও কাটাক্ষ করতে ছাড়েননি অনেকে৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Cyclone tauktae, Viral, Viral Video

  পরবর্তী খবর