Cyclone Tauktae: ঘূণিঝড়ে উপড়ে যাওয়া গাছ জড়িয়ে নাচছেন নায়িকা, Viral ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এমন পরিস্থিতিতে অভিনেত্রী (Deepika Singh) এই পড়ে যাওয়া গাছটির চারপাশে কিছু রোম্যান্টিক পোজ (Romantic Pose)দিতে দেরি করেননি।
#মুম্বই: দেশের পশ্চিমের উপকূলীয় অঞ্চল বর্তমানে ঘূর্ণিঝড় টাউতের আছড়ে পড়েছে। মুম্বই এবং গুজরাট ধ্বংসলীলা চালিয়েছে এই ঝড়৷ এমনকী গোয়ায় বাদ যায়নি৷ প্রবল বেগে ঝড়, বৃষ্টির সাক্ষী থেকেছে মুম্বইবাসী৷ তবে বিপর্যয়ের এই সময়ে টিভি অভিনেত্রী দীপিকা সিং (Deepika Singh) বেরিয়ে পড়লেন। সাহসী দৃশ্যের শ্যুট করে ফেললেন তিনি! ঝড়ের কারণে একটি ভারী গাছ পড়েছিল দীপিকা সিংয়ের বাড়ির বাইরে। এমন পরিস্থিতিতে অভিনেত্রী এই পড়ে যাওয়া গাছটির চারপাশে কিছু রোম্যান্টিক পোজ দিতে দেরি করেননি। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই তিনি নাচলেন উপড়ে পড়া গাছের চারিপাশে৷ সেই ভিডিওটি ভাইরাল হল৷

সিরিয়াল 'দিয়া অউ বাতি' ও 'কাভাচ' খ্যাত অভিনেত্রী দীপিকা তাঁর ছবি পোস্ট করে লিখেছেন, 'আপনি ঝড়কে শান্ত করতে পারবেন না৷ নিজেকে শান্ত রাখুন৷ এই পরিস্থিতিতে আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে পারেন এবং প্রকৃতির সঙ্গে একাত্মাবোধ করুন৷ কারণ এই ঝড়ও কেটে যাবে৷ এই গাছটি আমার বাড়ির সামনে উপড়ে গিয়েছিল৷ এতে কারও ক্ষতিও হয়নি৷ আমি ও রোহিত দু’জনে এই গাছের সঙ্গে কিছু ছবি তুললাম৷ যা স্মরণী হয়ে থাকবে৷
advertisement
advertisement
advertisement
কয়েকজন তারকার এই সাহসের প্রশংসা করেছেন৷ ভিডিও লাইক করেছেন৷ আবার বেশির ভাগ মানুষই নায়িকার এমন রূপে বেশ বিরক্ত হয়েছেন৷ কারণ এই ঝড়ের তান্ডবে প্রাণহানীর আশঙ্কা থাকে৷ সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়৷ তার মধ্যেই এই অভিনেত্রী এই রূপ৷ একে আদিখ্যেতা বলেও কাটাক্ষ করতে ছাড়েননি অনেকে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2021 10:29 PM IST