এলেই পরতে হবে কালো,মাথা ঢাকা জ্যাকেট, এই শর্তেই পার্টি হল শাহরুখের ফার্মহাউজে! মজাদার ছবি ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
#মুম্বই: আপতত ছবির ব্যস্ততা নেই শাহরুখের৷ আগেই জানিয়েছিলেন যে কিছুদিনের জন্য তিনি অভিনয় করছেন না৷ নিজেকে সময় দিচ্ছেন৷ বক্সঅফিসে একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ায় এমনই সিদ্ধান্ত নিয়েছেন কিং খান৷ এখন তার কিছুটা সময় রয়েছে পরিবারের সঙ্গে কাটানোর৷ সেই সুযোগের সদ্ব্যবহার করছেন শাহরুখ৷ বর্ষশেষে পার্টিতে করেছেন জমিয়ে আনন্দ৷ মুম্বইয়ের অদূরে আলিবাগে তার ফার্মহাউজে বিশাল পার্টির আয়োজন হয়েছিল৷ অতিথিদের জন্য সব ব্যবস্থা করেছিলেন শাহরুখ ও গৌরী৷ আমন্ত্রিতদের তালিকায় ছিলেন অভিনেতা সঞ্জয় কাপুর, চাঙ্কি পাণ্ডে ও তার পরিবার৷ সেই পার্টির ছবি এল সামনে৷
ছবিগুলি বেশ মজাদার! একটি ছবিতে দেখা গিয়েছে সবাই পরেছেন কালো হুডি জ্যাকেট৷ শাহরুখ কন্যা সুহানাও সেই দলে ছিলেন৷ তার পোশাক ব্যতিক্রম ছিল না৷ একমাত্র শাহরুখের ছোট ছেলে আব্রাম পরেছিলেন টুপি৷ সবাই মিলে এভাবে তোলা হল ছবি৷ এছাড়াও মহিলা সদস্যরা দারুণ পোজ দিয়ে তুললেন ছবি৷ বোঝাই গেল যে শাহরুখের বাড়ির পার্টি জমেছিল খুব৷
advertisement
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2020 1:26 PM IST