স্বামীর সঙ্গে 'লুকিয়ে' বেড়াতে গিয়ে যা ইচ্ছে তাই করছেন দীপিকা! দেখুন ছবি...

Last Updated:

ছাতা, চটি, সাইকেল...স্বামীকে নিয়ে পালালেন কোথায় দীপিকা!

#মুম্বই: দীপিকা-রণবীর গেলেন কোথায়? সকলের সেই প্রশ্ন৷ কারণ বেড়াতে গিয়েছেন বলে আগেই ঘোষণা করেছিলেন তারা৷ তবে অন্যান্য কাপলের মতো নিজেদের কোনও ছবি পোস্ট করছেন না দীপবীর! শুধুই প্রতীকী ছবিতে ভরিয়ে দিচ্ছেন নিজেদের ইনস্টাগ্রাম পোস্ট৷ তাহলে কি কিছু অন্য বার্তা দিতে চাইছেন তারা!
আসলে দু’জনে খুবই কাজে ব্যস্ত থাকে৷ এবং তারকা বলে জীবনযাপনে অনেক কিছু বাধাও থাকে৷ প্রাণ খুলে কখনওই রাস্তায় হাঁটা বা স্ট্রিটফুড খেতে পারেন না৷ তাই তো বেড়াতে গিয়ে এমনই সব কাজ করছেন দীপিকা-রণনীর৷ সেকারণে কোথায় গিয়েছেন তার ছবি দিচ্ছেন না৷ পাছে, সেখানেও ভক্তরা ভিড় করেন তাদের দেখতে! বালিতে চটি পরে হাঁটা বা সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানো, সব কিছু করছেন দু’জনে৷ প্রাণ খুলে ছুটি কাটাচ্ছেন তারা৷
advertisement
মিঞা-বিবি নিজেদের কাজ শেষ করে গিয়েছেন ভ্যাকেশনে৷ দীপিকা এতদিন ব্যস্ত ছিলেন ছাপাক ছবিটি নিয়ে৷ অভিনয় ছাড়াও এই ছবি দিয়ে প্রযোজক হিসেবে হাতে খঁড়ি হয়েছে তার৷ ছবি নিয়ে বিস্তর প্রচার চলেছে৷ দর্শক মনে বেশ নাড়া দিয়েছে ছাপাক ছবিটি৷ অন্যদিকে রণবীর ব্যস্ত ছিলেন ৮৩ ছবিটি নিয়ে৷ এছাড়াও জয়েশভাই জোরদার ছবির কাজও শেষ করে তিনিও ছুটির মুডে৷ তাই তো এখন শুধুই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে৷ একেবারে যাকে উই টাইম বলে৷
advertisement
advertisement
তবে কোথায় গিয়েছেন সেটা কিছুভাবেই জানাচ্ছেন না তারা৷ শুরুর দিন থেকে হয় পাসপোর্টের ছবি, নয়ত চটির ছবি বা ছাতার ছবি দিয়েই নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন এই তারকা দম্পতি৷ আসলে ভক্তদের কিছুটা উতলা করে তুলতে চাইছেন দীপিকা-রণবীর৷ তাই এমন ছবি বলে মানছেন সকলে৷

View this post on Instagram

two’s company... #his&hers #vacation

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

advertisement

View this post on Instagram

come sunshine or rain... #his&hers #vacation

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বামীর সঙ্গে 'লুকিয়ে' বেড়াতে গিয়ে যা ইচ্ছে তাই করছেন দীপিকা! দেখুন ছবি...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement