#কলকাতা: ট্র্যাডিশানাল বাংলার মেয়েদের সাজ বলতে যেটা বোঝায় সেটা হল শাড়ি৷ আর সধবা বাঙালি মেয়েদের ক্ষেত্রে সেটা হাতে শাঁখা -পলা, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ৷ যুগ যুগ ধরেই মেয়েরা-মায়েরা এই সাজে নিজেদের সাজিয়ে নিতে অভ্যস্ত৷ আর যুগ যুগ আপামর বাঙালি পুরুষ এই সাজেই মাকে দেখে বড়ো হয়ে ওঠেন আর তাঁদের প্রেমিকাকে বিয়ের পর এই ‘মাতৃরূপে’ই ফ্যান্টাসাইজ করেন৷
পুরুষদের পাশাপাশি বাঙালি বড় হয়ে ওঠার সঙ্গে মা দুর্গার যোগটাও বড় ওতোপ্রত৷ তাই দেশে যখন নবরাত্রি শুরু হয়ে গেছে বাংলার ঘরের মেয়ে উমা যখন দরজায় কড়া নাড়ছে তখন একেবারে ট্র্যাডিশনাল বাঙালি বধূ রূপে ধরা ছিলেন তনুশ্রী৷
টলিউডের জনপ্রিয় মুখ নিজের সবকটি সোশ্যাল হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন৷ যেখানে তিনি লাল পাড় গরদের শাড়ি পড়েছেন, তাঁর সীমন্ত জোড়া সিঁদুর. হাতে শাঁখা-পলা৷
তনুশ্রীর ছবি পোস্ট হওয়ামাত্রই ভাইরাল হয়েছে৷ আসলে দেবী দুর্গা রূপে লেন্সের সামনে মেলে ধরেছেন টলি অভিনেত্রী৷ শুধু ছবিই নয়৷ একটি ভিডিও- পোস্ট হয়েছে৷ যেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের কিছু অংশ নেপথ্যে বাজছে আর সামনে তনুশ্রী মাতৃরূপে রয়েছেন৷
She is coming to destroy all the Evil. She is the epitome of Strength. She is "Ma Durga". Styling: Rudra Saha Make up: Priyanka Paul Videographer: Akash Chowdhury Blouse: Naina Jain Hair: Abinash Bhowmick Location: Novotel Kolkata pic.twitter.com/aroKCep3Y6
— Tnusree C (@tnusreec) October 21, 2020
দেবী পক্ষে এই ভিডিও পোস্ট করে তনুশ্রী ট্যাগ দিয়েছেন -
The Goddess doesn't rule the World; She is the World!!!- অর্থাৎ দেবী দুনিয়ায় রাজত্ব করেন না, তিনি নিজেই পৃথিবী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: District Durga Puja 2020, Durga-puja-photo-2020, Tanushree Chakrobarty, Tollywood