এক মাথা সিঁদুর, হাতে শাঁখা-পলা! এ কোন অবতার তনুশ্রীর, প্রশ্ন ফ্যানদের, ভিডিও ভাইরাল

Last Updated:

নায়িকার নতুন রূপে চমকে উঠছেন সকলেই৷

#কলকাতা: ট্র্যাডিশানাল বাংলার মেয়েদের সাজ বলতে যেটা বোঝায় সেটা হল শাড়ি৷ আর সধবা বাঙালি মেয়েদের ক্ষেত্রে সেটা হাতে শাঁখা -পলা, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ৷ যুগ যুগ ধরেই মেয়েরা-মায়েরা এই সাজে নিজেদের সাজিয়ে নিতে অভ্যস্ত৷ আর যুগ যুগ আপামর বাঙালি পুরুষ  এই সাজেই মাকে দেখে বড়ো হয়ে ওঠেন আর তাঁদের প্রেমিকাকে বিয়ের পর এই ‘মাতৃরূপে’ই ফ্যান্টাসাইজ করেন৷
পুরুষদের পাশাপাশি বাঙালি বড় হয়ে ওঠার সঙ্গে মা দুর্গার যোগটাও বড় ওতোপ্রত৷ তাই দেশে যখন নবরাত্রি শুরু হয়ে গেছে বাংলার ঘরের মেয়ে উমা যখন দরজায় কড়া নাড়ছে তখন একেবারে ট্র্যাডিশনাল বাঙালি বধূ রূপে ধরা ছিলেন তনুশ্রী৷
টলিউডের জনপ্রিয় মুখ নিজের সবকটি  সোশ্যাল হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন৷ যেখানে তিনি লাল পাড় গরদের শাড়ি পড়েছেন, তাঁর সীমন্ত জোড়া সিঁদুর. হাতে শাঁখা-পলা৷
advertisement
advertisement
advertisement
তনুশ্রীর ছবি পোস্ট হওয়ামাত্রই ভাইরাল হয়েছে৷ আসলে দেবী দুর্গা রূপে লেন্সের সামনে মেলে ধরেছেন টলি অভিনেত্রী৷ শুধু ছবিই নয়৷ একটি ভিডিও- পোস্ট হয়েছে৷ যেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের কিছু অংশ নেপথ্যে বাজছে আর সামনে তনুশ্রী মাতৃরূপে রয়েছেন৷
advertisement
দেবী পক্ষে এই ভিডিও পোস্ট করে তনুশ্রী ট্যাগ দিয়েছেন -
The Goddess doesn't rule the World; She is the World!!!- অর্থাৎ দেবী দুনিয়ায় রাজত্ব করেন না, তিনি নিজেই পৃথিবী৷ 
বাংলা খবর/ খবর/বিনোদন/
এক মাথা সিঁদুর, হাতে শাঁখা-পলা! এ কোন অবতার তনুশ্রীর, প্রশ্ন ফ্যানদের, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement