বিয়েতে মন নেই, প্রেমিকই হলেন সুস্মিতার মেয়ের বাবা !

Last Updated:
#মুম্বই: সুস্মিতা সেন মানেই জীবনের সব অঙ্ককে বদলে দেওয়ার এক কাহিনি ৷ প্রাক্তন বিশ্ব সুন্দরী ভীষণভাবেই স্বাধীনচেতা ৷ প্রথম জীবন থেকেই সেই বার্তা দিয়েছেন তিনি ৷ এবার নিজের প্রেমিককেই বেছে নিলেন তাঁর মেয়ের বাবা হিসেবে ৷ আবারও প্রমান করলেন তিনি অনেকের থেকেই আলাদা ৷
সুস্মিতা সেনের দুই মেয়ে ৷ রেনে ও আলিশা ৷ দু’জনকেই দত্তক নিয়েছেন তিনি ৷ একাই মানুষ করছেন সন্তানদের ৷ মায়ের দায়িত্ব পালন করছেন অনেক বছর ধরে ৷ সন্তান ধারণ না করেও মা হওয়া যায় তিনি বুঝিয়েছেন সমাজকে ৷ তবে তার থেকেও যে গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন তা হল মা হতে গেলে বিয়ে করা বাধ্যতামূলক নয় ৷ সমাজের ভয় তিনি কোনও  দিন পাননি ৷ তাই তো এমন নির্ভিক সিদ্ধান্ত তিনি নিতে পেরেছেন ৷
advertisement
advertisement
এখন তাঁর জীবনে নতুন অধ্যয় ৷ প্রেমে পড়েছেন সাংঘাতিকভাবে ৷ পাত্র রোহমন শল ৷ এতটা তো সবাই জানেন ৷ কিন্তু এবার সেই প্রেমিককেই তিনি নিজের সন্তানের বাবার মর্যাদা দিলেন ৷ বিয়ে প্রতিষ্ঠানের ওপর খুব বিশ্বাস নেই সুস্মিতার কিছুদিন আগেই এমন একটি পোস্ট করেছিলেন ৷ এবার তিনি বুঝিয়ে দিলেন যে তিনি মনে প্রাণে তিনি এমনই বিশ্বাস করেন ৷ তাই তো প্রেমিক রোহমন শল এখন থেকে তাঁর মেয়ে আলিশার বাবা ৷
advertisement
মেয়ের স্কুলের স্পোর্টেস তার বাবা হিসেবেই অংশগ্রহণ করেন সুস্মিতার প্রেমিক ৷ সুস্মিতা নিজেই ইনস্টাগ্রামে রোহমনকে আলিশার বাবা মনে লিখেছেন ৷ তিনি গর্বিত যে মেয়ের স্কুলের স্পোর্টসে বাবা রোহমনও জিতলেন একটি দৌড় প্রতিযোগিতায় ৷ প্রাক্তন বিশ্বসুন্দরীর এই পোস্টের পর থেকেই চর্চা শুরু হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়েতে মন নেই, প্রেমিকই হলেন সুস্মিতার মেয়ের বাবা !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement