গলায় নয়, তবে কোথায় মঙ্গলসূত্র পরে ট্রোলড হলেন সোনম !
Last Updated:
কেউ লিখেছেন, মঙ্গলসূত্র পবিত্র বন্ধনের ভারতের মহিলারা পরেন স্বামীদের প্রতি ভালবাসায় ।
#মুম্বই: ভির দি ওয়েডিং-এর প্রোমোশনে গিয়ে ট্রোলড হলেন সোনম কাপুর । একজন ফ্যাশনিস্তার মতোই নতুন ট্রেন্ড সেট করতে গিয়েছিলেন সোনম । আর তাতেই ট্রোলড হলেন সদ্য বিবাহিত নায়িকা ।
অনুষ্ঠানে ব্রেসলেট হিসেবে মঙ্গলসূত্র পরেছিলেন সোনম । আর তাতেই বেজায় চটে যান ট্যুইটারেটিরা । তাদের বক্তব্য এইভাবে ভারতীয় সংস্কৃতির অবমাননা করা হয়েছে ।
advertisement
কেউ লিখেছেন, মঙ্গলসূত্র পবিত্র বন্ধনের ভারতের মহিলারা পরেন স্বামীদের প্রতি ভালবাসায় । তাই তা হার্টের কাছে পরা উচিত গলায় । হাতে পরে অবমাননা করা হয়েছে । কেউ আবার সোনমকে লিখেছেন, এবার হয়তো নূপুর হিসেবে মঙ্গলসূত্র পরবেন তিনি ।
advertisement
এর আগে বিয়ের পরই নিজের নামের সঙ্গে আহুজা পদবী জুড়ে ট্রোলড হয়েছিলেন সোনম ।
advertisement
Location :
First Published :
May 29, 2018 1:12 PM IST