Home /News /entertainment /
বাবা স্টার গায়ক,পুচকে মেয়ের গলায়ও সুর কম নয়! বাবার কোলে বসে গান গেয়ে ভাইরাল

বাবা স্টার গায়ক,পুচকে মেয়ের গলায়ও সুর কম নয়! বাবার কোলে বসে গান গেয়ে ভাইরাল

বাবা গায়ক৷ তাই মেয়েও ছোট থেকে গান শুনেই অভ্যস্ত৷

 • Share this:

  #কলকাতা: নিজে গায়ক৷ জিতেছেন বাংলা এবং সর্বভারতীয় স্তরে রিয়ালিটি শো৷ বহু তারকার সঙ্গে পারফর্ম করেছেন তিনি৷ তবে এবার যার সঙ্গে তিনি গান গাইলেন, তিনি অবশ্যই স্পেশ্যাল৷ নিজের সন্তানকে কোলে নিয়ে গান গেয়ে মাতিয়ে দিলেন সঙ্গীত শিল্পী অনীক ধর৷

  বাবা গায়ক৷ তাই মেয়েও ছোট থেকে গান শুনেই অভ্যস্ত৷ বাড়িতে রয়েছে গানের পরিবেশ৷ তাই মেয়ের গলায়ও ভালই সুর৷ কিন্তু সে যে বড্ড ছোট্ট৷ মাত্র আড়াই বছরের৷ তবে বাবার সঙ্গে পাল্লা দিয়ে গাইল গান৷ বাবার কোলে বলে বাবা যে গান ধরল, তার সঙ্গে সুরে সুর মেলাল অনীকের ছোট্ট মেয়ে আদ্যা৷ আর এমন ভিডিও ভাইরাল না হয়ে পারে৷ ভিডিওটি তে দেখা গিয়েছে যে অনীক গাইছেন কবীর সিং ছবির একটি জনপ্রিয় গান, ক্যায়সে হুয়া৷ বাবার গান শুনে মেয়েও সেই গান তাঁর আধো আধো গলায় গেয়ে উঠছে৷ যা শুনে সকলেই বেশ উপভোগ করছেন৷ সোশ্যাল মিডিয়ায় অনীক নিজে এই ভিডিও শেয়ার করেছেন৷ বহু মানুষ এই ভিডিওটি দেখেন এবং শেয়ারও করেন৷ ভিডিওটি একটু পুরনো হলেও, সেটা আবার ভেসে উঠেছে ফেসবুকের মাধ্যমে৷

  ২০১৮-র অগস্টে মেয়ে আদ্যার জন্ম৷ রাখিপূর্ণিমার দিন জন্ম হয় অনীক-দেবলীনার৷ নিজেই সেই খবর ছবি সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনীক৷ সকলের শুভেচ্ছা পান তিনি৷ এরপর মেয়ের সঙ্গে বহু ছবি ও ভিডিও তিনি পোস্ট করেন নিয়মিত৷ এবং সেখানে কখনও দেখা গিয়েছে মেয়েকে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে বা কখনও মেয়েকে তিনি বলছেন বেশি রেওয়াজের কথা!

  আর ছোট্ট আদ্যা সবসময় বলছেন সব থেকে ভাল আমার বাবা, আর সেটাও গানের মাধ্যমে! শুনুন

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Aneek dhar, Viral Video

  পরবর্তী খবর