#মুম্বই: সম্প্রতি জিয়া খানের বোন করিশমা খান বলিউডের পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন আগেই করেছিলেন ৷ এইবার ফের সাজিদ খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন বলিউডের মডেল ও অভিনেত্রী শার্লিন চোপড়া ৷ একটি ট্যুইটের মাধ্যমে তিনি সাজিদ খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ৷ প্লেবয় ম্যাগাজিনে নুড ফটোশ্যুট খবরের শিরোনামে এসেছে শার্লিন চোপড়া ৷ শার্লিন অভিযোগ করেছেন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সাজিদ ৷ সাজিদ খানের বিরুদ্ধে এমন এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন শার্লিন চোপড়া ৷
তিনি লিখেছেন ২০০৫ সালে বাবার প্রয়াণের পরে সাজিদের সঙ্গে দেখা হয়েছিল শার্লিনের, সেই সময়ে সাজিদ তাঁর প্যান্টের ভিতর থেকে যৌনাঙ্গ বের করে শার্লিনকে বলেছিলেন অনুভব করতে ৷ উত্তরে শার্লিন জানিয়েছিলেন তিনি জানেন পুরুষের যৌনাহ্গ কেমন হয়, আমি আপনার কাছে যৌন সুখ নিতে আসিনি ৷ এরপরেই শার্লিন ট্যুইট করেছিলেন বেশ কয়েকজন এই বিষয়ে, নানান জিজ্ঞাসা করতে থাকেন ৷
He has the ‘superstars’ of Bollywood to vouch for his ‘character’. It’s my word against theirs. The Bollywood mafia is a strong syndicate. https://t.co/x5hUm1tzVm
— Sherni (@SherlynChopra) January 18, 2021
একজন জিজ্ঞাসা করেছেন আগে কেন তিনি এই বিষয় নিয়ে কিছু বলেননি কেন? অভিযোগ করা দরকার ছিল ৷ শার্লিনের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন সাজিদ, শার্লিন চুপ করেছিলেন কেন? শার্লিন জানিয়েছেন বলিউডে বেশ বড় মাফিয়া সিন্ডিকেট আছে ৷ শুধুই শার্লিন চোপড়াই নন জিয়া খানের বোন করিশমা খানও সাজিদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sherlyn chopra