‘সন্ন্যাসী রাজা’ শেষ, তুলোধনা করলেন দর্শকরা, কিন্তু কেন ?

Last Updated:

‘মধুরেন সমাপয়েৎ’ হল না ৷ সবকিছু ভাল মতো উতরে গেলেও দর্শকদের যেন ঠিক মনঃপূত হল না ৷ ফলত কাপালে জুটল তুলোধনা ৷

#কলকাতা: ‘মধুরেন সমাপয়েৎ’ হল না ৷ সবকিছু ভাল মতো উতরে গেলেও দর্শকদের যেন ঠিক মনঃপূত হল না ৷ ফলত কাপালে জুটল তুলোধনা ৷
স্টার জলসার সদ্য শেষ হওয়া ধারাবাহিক ‘সন্ন্যাসী রাজা’র কথা হচ্ছে ৷ সুখী পরিবারের ছবি দেখিয়ে দুর্দান্ত ক্লাইম্যাক্সে এসে শেষ হয়েছে এই সিরিয়াল ৷ কিন্তু মন ভরেনি দর্শকদের ৷ কেন দোষীদের শাস্তি হল না, কেন ডাক্তার ঠাকুরপো সহজেই ছাড়া পেয়ে গেলেন- এমনই সমস্ত না পাওয়া এখন তাঁদের মনজুড়ে ৷ নিজের ক্ষোভ অবশ্য চেপে রাখেননি তাঁরা ৷ খোদ বিম্ববতী থুড়ি অদ্রিজা রায়ের ইনস্টাগ্রাম পেজে এসে নিজেরাই সেই অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৷
advertisement

Last day of shoot #loveuall #team #sanyashiraja

A post shared by Adrija Addy Roy (@adrija_addy) on

advertisement
advertisement
‘সন্ন্যাসী রাজা’ শেষের পর সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ছবি আর ভিডিও পোস্ট করেছিলেন মেজবৌরানি অর্থাৎ ধারাবাহিকের নায়িকা অদ্রিজা ৷ শুটিং শেষ হয়ে যাওয়ায় বেশ দুঃখ দুঃখ মুখের ইমোজিও দিয়েছিলেন ৷ কিন্তু সেই পোস্টেই বিরূপ প্রতিক্রিয়া দেখালেন দর্শকরাই ৷ শেষ অধ্যায় পছন্দ হয়নি অনেকেরই ৷ তবে অনেকে আবার ভূয়সী প্রশংসাও করেছেন ৷ কেউ কেউ শীঘ্রই বিম্ববতীকে বড় পর্দায় দেখার ইচ্ছেও প্রকাশ করেছেন ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সন্ন্যাসী রাজা’ শেষ, তুলোধনা করলেন দর্শকরা, কিন্তু কেন ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement