সঞ্জুর গানে মঞ্চ মাতালেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা
Last Updated:
সঞ্জয়ের থেকে ২০ বছরের ছোট মান্যতা ৷ তাঁদের দুটি সন্তানও রয়েছে ৷ আজ মান্যতার জন্মদিন ৷ একদিকে সঞ্জয় দত্তকে নিয়ে ছবি সঞ্জু সুপার ডুপার হিট ৷ অন্যদিকে একের পর এক ছবিতে সই করছেন সঞ্জয়ও ৷ তাই বার্থ ডে যে দারুণ স্পেশাল হবে মান্যতার, সেটা খুবই স্বাভাবিক ৷
#মুম্বই: আজ তাঁর জন্মদিন ৷ তিনি মান্যতা দত্ত ৷ বলিউডে দাগ কেটে যাওয়ার মত নিজের বিশেষ কিছু কাজ নেই ৷ কিন্তু তিনি জনপ্রিয় সঞ্জয়ের স্ত্রী হিসেবেই ৷ এক সর্বভারতীয় চ্যানেলে তিনি নিজেই দাবি করেছিলেন তিনিই ফাইনাল মিসেস দত্ত ৷ অর্থাৎ তিনি নিশ্চিত যে তাঁদের এই দাম্পত্য অটুট থাকবে !
advertisement
সঞ্জয়ের থেকে ২০ বছরের ছোট মান্যতা ৷ তাঁদের দুটি সন্তানও রয়েছে ৷ আজ মান্যতার জন্মদিন ৷ একদিকে সঞ্জয় দত্তকে নিয়ে ছবি সঞ্জু সুপার ডুপার হিট ৷ অন্যদিকে একের পর এক ছবিতে সই করছেন সঞ্জয়ও ৷ তাই বার্থ ডে যে দারুণ স্পেশাল হবে মান্যতার, সেটা খুবই স্বাভাবিক ৷ জন্মদিনে মান্যতাও গেয়ে উঠলেন সঞ্জু বাবার ছবির গান ৷ সঞ্জয়ের প্রথম ছবি রকি-র গান গাইলেন সঞ্জয় পত্নি ৷ তাঁর জীবন সঞ্জয়ময়, জন্মদিনে মান্যতার গান সেটাই স্পষ্ট করল ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2018 5:19 PM IST