‘দাদা’ -র এক সময়ের ‘প্রিয়’ নাগমা-র নাচের ভিডিও ভাইরাল, লহেঙ্গা উঠাইয়া দে রিমোট সে গানে ধামাল পারফরম্যান্স

Last Updated:

ভিডিও-র ভিউ ভাইরালের সীমা ছাড়িয়ে হয়েছে সুপার ভাইরাল৷

#নয়াদিল্লি :  জোর গুঞ্জন শোনা যায় এক সময়ে বাংলা-র দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গোপন মন দেওয়া-নেওয়া হয়েছিল নাগমার৷ এখন সে কথা শুধু বাতাসেই ভাসে৷ দাদা নিজের জীবনে কেরিয়ার ও পরিবারকে প্রায়োরিটি দিয়ে নাগমাকে পিছনে ছেড়ে চলে এসেছেন- আর এই কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন স্বয়ং নাগমাই৷ তিনি জানিয়েছিলেন দুজনেই নিজের কেরিয়ারকে গুরুত্ব দিয়ে জীবনের ক্ষণস্থায়ীকে রোমান্সকে টাটা করে দিয়েছিলেন৷ সেই দাদা-র একসময়ের ক্রাশ নাগমার একটি ভোজপুরি গানের একটি ভিডিও এই মুহূর্তে সুপার ভাইরাল৷
এমনিতেই সারা ভারতে ভোজপুরি ফিল্ম ইন্ড্রাস্ট্রির একটি বড় ফ্যান ফলোয়িং রয়েছে৷ এই মুহূর্তে রবি কিষণ ও নাগমা অভিনীত একটি পুরনো গান ভাইরাল হয়েছে৷ হঠাৎই বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে৷
সেলুলয়েডে সুপারহিট জুটি রবি কিষণ ও নগমার নাচের ঠুমকা৷ দুজনেই সিনেমায় কেরিয়ার শুরু করেছিলেন৷ সেইজন্যে এই ২ জনের কেমিস্ট্রিও দারুণ৷ এই মুহূর্তে অবশ্য ফিলমি কেরিয়ার ছেড়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন৷
advertisement
advertisement
কিন্তু দুই তারকার সুপারহিট ভোজপুরি গানে নাচ চমৎকার ভাবে মন কাড়ছে সকলেরই৷
২০০৫ সালে ভোজপুরি সিনেমা পণ্ডিত জী বতাই না বিয়াহ কব হোই’ তে গান ছিল ‘লহঙ্গা উঠা দে রিমোট সে’৷
advertisement
ইউটিউবে দুরন্ত গতিতে ভাইরাল হয়ে উঠেছে পুরনো এই ভিডিও৷ বর্তমানে এই ভিডিওটির ভিউ হয়েছে ৫৮ লক্ষ বার৷ রবি কিষণকে ভোজপুরি ফিলম ইন্ডাস্ট্রির শাহরুখ খান বলা হয়৷ ২০১৯ থেকে গোরক্ষপুর কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছেন রবি কিষণ৷ অন্যদিকে দক্ষিণী রাজনীতির আঙিনায় পা রেখেছেন একসময়ের লাস্যময়ী অভিনেত্রী নাগমা৷
এই ভিডিওতে একেবারে ভোজপুরি স্টাইলে তুফান মাতিয়েছেন বর্তমানের দুই রাজনীতিবিদ ৷ তবে ফ্যানরা এই রাজনীতিবিদদের না চিনতে চেয়ে একেবারে নিজেদের প্রিয় অভিনেত্রী ও অভিনেতার কেমিস্ট্রিতে বুঁদ হয়েছেন ফ্যানরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘দাদা’ -র এক সময়ের ‘প্রিয়’ নাগমা-র নাচের ভিডিও ভাইরাল, লহেঙ্গা উঠাইয়া দে রিমোট সে গানে ধামাল পারফরম্যান্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement