দীপিকাকে কেন ‘পুসি ক্যাট’ বলে ডাকলেন রণবীর?

Last Updated:

সেই ডিজে নাইটের ছবি, ভিডিও সামনে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ৷

#মুম্বই: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে কড়ে আঙুলের ডগায় যেন নিয়ন্ত্রণ করছেন তাঁরাই ৷ বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে ইতালিতে স্বপ্নের বিয়ে, তারপর দেশে ফেরা, একাধিক রিসেপশন....সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এখন দীপ-বীর ৷
গত ১৪ ও ১৫ নভেম্বর ইতাসির লেক কোমো-র ধারে কোঙ্কনী ও সিন্ধি মতে বিয়ে হয়েচে দীপিকা পোড়ুকোন ও রণবীর সিংয়ের ৷ দেশে ফিরেই বেঙ্গালুরুতে হয়েছে তাঁদের প্রথম রিসেপশন ৷ গত শনিবার মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত-এ ছিল দীপ-বীরের দ্বিতীয় রিসেপশন পার্টি ৷ তার সঙ্গে ছিল ডিজে নাইট ৷ পুরো পার্টিটার আয়োজন করেছিলেন রণবীরের বোন রিতিকা ভাবনানি ৷ আর সেই ডিজে নাইটের ছবি, ভিডিও সামনে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ৷
advertisement
মণীশ অরোরার ফাঙ্কি পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন রণবীর ৷ আর দীপিকার পরণে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি বাহারি লহেঙ্গা ৷ রণবীর-দীপিকার বিয়ের অন্য অনুষ্ঠানগুলোর থেকে এই অনুষ্ঠানটি ছিল এক্কেবারে ভিন্ন স্বাদের ৷ ভাইব্রেন্ট ছিল এই পার্টি ৷ আর সেই পার্টিতে চুটিয়ে নাচলেন রণবীর ও দীপিকা ৷
advertisement
advertisement
তবে সবচেয়ে ভাইরাল হল, পার্টি শুরুর আগে দীপিকার উদ্দেশ্যে রণবীরের মিষ্টি ভাষণ ৷ রণবীর বললেন, ‘‘পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাকে বিয়ে করেছি আমি ৷’’ সে সময়ই দীপিসকে আদর করে ‘পুসি ক্যাট’, ‘বেবি’ বলেও সম্বোধন করতে শোনা যায় রণবীরকে ৷ এমনকী দীপিকার পোশাকের প্রশংসা করে রণবীর বলেন, ‘তোমাকে আজ ফ্রিডা কহলোর মতো দেখতে লাগছে ৷’’
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকাকে কেন ‘পুসি ক্যাট’ বলে ডাকলেন রণবীর?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement