• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিয়ের দু’বছর পার, বলিউডের সেরা স্টাইলিশ জুটির তকমা পাবেন ‘দীপ-বীর’-ই!

বিয়ের দু’বছর পার, বলিউডের সেরা স্টাইলিশ জুটির তকমা পাবেন ‘দীপ-বীর’-ই!

প্রেম আর ফ্যাশনের পাশাপাশি এক সঙ্গে এই জুটি কাজও করেছেন অনেক ছবিতে। ২০২১-এ মুক্তি পাবে তাঁদের নতুন ছবি ৮৩।

প্রেম আর ফ্যাশনের পাশাপাশি এক সঙ্গে এই জুটি কাজও করেছেন অনেক ছবিতে। ২০২১-এ মুক্তি পাবে তাঁদের নতুন ছবি ৮৩।

প্রেম আর ফ্যাশনের পাশাপাশি এক সঙ্গে এই জুটি কাজও করেছেন অনেক ছবিতে। ২০২১-এ মুক্তি পাবে তাঁদের নতুন ছবি ৮৩।

 • Share this:

  #মুম্বই: রণবীর আর দীপিকা নয়, বরং তাঁরা হয়ে উঠেছেন দীপ-বীর। ফ্যানেদের হার্টথ্রব এই জুটি। অনেকেই এই কাপলকে আইকন বলে মানেন। তাঁদের দ্বিতীয় বিবাহ-বার্ষিকীতেও সমান জনপ্রিয় দীপিকা ও রণবীর। একে অপরের হাত অবশ্য অনেক আগেই ধরেছিলেন। তবে এক সঙ্গে পথ চলার শুরু ২০১৮তে। ইতালিতে কোমো হ্রদে ভেসে সেরে নিয়েছিলেন ডেস্টিনেশন ওয়েডিং। এরপর থেকে কখনও হাত ধরে ঢুকতে দেখা যাচ্ছে অ্যাওয়ার্ড ফাংশনে তো কখনও এক সাথে সেলেব্রিটিদের পার্টিতে। দেখেই বোঝা যায়, এ জুটি প্রেমে একেবারে ডগমগ। তবে শুধুই প্রেম নয়, ফ্যাশনেও এই জুটি হয়ে উঠেছে আইকন। যে কোনও ইভেন্টে ম্যাচিং সাজে ফ্যাশনদুরস্ত তাঁরা দুজনেই। ইতালিতে বিয়ের অনুষ্ঠানে ছিলেন লাল আর গোল্ডেনে দীপিকা, ফুশিয়া টোনে রণবীর। চোখ যেন ফেরানোই যাচ্ছিল না। আবার বিয়ের রিসেপশনে, গোল্ডেন শাড়িতে দীপিকা হয়ে উঠেছিলেন আরও গ্ল্যামারাস। পাশে রণবীরও কম যান না। পরনে ছিল কালোর উপর সোনালি কাজের শেরওয়ানি। নিজেদের বিয়েতেই শুধু নয়, দীপ-বীর জুটি অন্য সেলেব্রিটির বিয়েতেও সেরা। সেখানে দীপিকা যদি পরেন এমব্রয়ডারি করা কালো লেহেঙ্গা, তো রণবীর কালো কুর্তা। নিজেদের প্রথম বিবাহবার্ষিকীতেও এই জুটি আবার নজর কেড়েছিলেন সকলের। ট্র্যাডিশনাল লুকে। দীপিকা পরেছিলেন বার্গান্ডি স্যুট, আর রণবীর হালকা বেগুনি শেডের শেরওয়ানি। প্রেম আর ফ্যাশনের পাশাপাশি এক সঙ্গে এই জুটি কাজও করেছেন অনেক ছবিতে। ২০২১-এ মুক্তি পাবে তাঁদের নতুন ছবি ৮৩। যদিও এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ তেই, তবে তা সম্ভব হয়নি করোনা ভাইরাসের দৌলতে।

  Antara Dey

  Published by:Pooja Basu
  First published: