#মুম্বই: রণবীর আর দীপিকা নয়, বরং তাঁরা হয়ে উঠেছেন দীপ-বীর। ফ্যানেদের হার্টথ্রব এই জুটি। অনেকেই এই কাপলকে আইকন বলে মানেন। তাঁদের দ্বিতীয় বিবাহ-বার্ষিকীতেও সমান জনপ্রিয় দীপিকা ও রণবীর। একে অপরের হাত অবশ্য অনেক আগেই ধরেছিলেন। তবে এক সঙ্গে পথ চলার শুরু ২০১৮তে। ইতালিতে কোমো হ্রদে ভেসে সেরে নিয়েছিলেন ডেস্টিনেশন ওয়েডিং।
এরপর থেকে কখনও হাত ধরে ঢুকতে দেখা যাচ্ছে অ্যাওয়ার্ড ফাংশনে তো কখনও এক সাথে সেলেব্রিটিদের পার্টিতে। দেখেই বোঝা যায়, এ জুটি প্রেমে একেবারে ডগমগ। তবে শুধুই প্রেম নয়, ফ্যাশনেও এই জুটি হয়ে উঠেছে আইকন।
যে কোনও ইভেন্টে ম্যাচিং সাজে ফ্যাশনদুরস্ত তাঁরা দুজনেই। ইতালিতে বিয়ের অনুষ্ঠানে ছিলেন লাল আর গোল্ডেনে দীপিকা, ফুশিয়া টোনে রণবীর। চোখ যেন ফেরানোই যাচ্ছিল না। আবার বিয়ের রিসেপশনে, গোল্ডেন শাড়িতে দীপিকা হয়ে উঠেছিলেন আরও গ্ল্যামারাস। পাশে রণবীরও কম যান না। পরনে ছিল কালোর উপর সোনালি কাজের শেরওয়ানি।
Antara Dey