প্রেমে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া?

Last Updated:

প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া? লাখ টাকার প্রশ্নে মুখে কুলুপ পিগি চপসের৷ তিনি এখন ভারতের বাইরে৷ মানে বছরের বেশি সময় তাঁর কাটে আমেরিকায়৷ হলিউড সিরিজের শ্যুটে ব্যস্ত প্রিয়াঙ্কা৷ আর সেখানেই মন মজেছে এই মেয়ের৷

#মুম্বই: প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া? লাখ টাকার প্রশ্নে মুখে কুলুপ পিগি চপসের৷ তিনি এখন ভারতের বাইরে৷ মানে বছরের বেশি সময় তাঁর কাটে আমেরিকায়৷ হলিউড সিরিজের শ্যুটে ব্যস্ত প্রিয়াঙ্কা৷ আর সেখানেই মন মজেছে এই মেয়ের৷ যেভাবে তাঁকে ও নিক জোনসকে ঘনঘন একসঙ্গে দেখা যাচ্ছে, তাতে এমনই জল্পনা শুরু হয়েছে৷
Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter
বেড়াতে গিয়েছেন প্রিয়াঙ্কা-নিক৷ একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তাঁরা৷ বন্ধুদের মাঝেও যেন এই দুজনের রসায়ন নজর কাড়ছেন৷ Photo Courtesy: Twitter বেড়াতে গিয়েছেন প্রিয়াঙ্কা-নিক৷ একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তাঁরা৷ বন্ধুদের মাঝেও যেন এই দুজনের রসায়ন নজর কাড়ছেন৷ Photo Courtesy: Twitter
advertisement
advertisement
তবে কে এই নিক? নিক হলেন মার্কিন অভিনেতা, গায়ক, গীতিকার, রেকর্ড প্রোডিউসর৷ এরসঙ্গেই এখন প্রিয়াঙ্কা ঘুরতে যাচ্ছেন, ম্যাচ দেখতে যাচ্ছেন, নৌকা বিহারে যাচ্ছেন৷ অর্থাৎ দোস্তির থেকেও বেশি কিছু! বিদেশে প্রিয়াঙ্কা একাই থাকেন৷ দিনরাত থাকেন কাজে ব্যস্ত৷ মাঝেমাঝে এই ব্যস্ততায় যে তিনি ক্লান্ত হয়ে পড়েন, নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন প্রিয়াঙ্কা৷ নিক এখন তাঁকে সময় দিচ্ছেন৷ তাঁর যত্ন নিচ্ছেন৷ অবশ্য এমনই মানুষকেই তোখুঁজছিলেন তিনি৷
advertisement
একে অন্যকে ভাল করে বুঝে নেওয়ার সময় তো এটাই৷ তবে প্রেম কতদূর এগিয়েছে, সেটা নিয়ে কেউই কোন কথা বলছেন না৷ ওয়েট এন্ড ওয়াচ ফর্মুলাতেই বিশ্বাসী প্রিয়াঙ্কা-নিক!
একসঙ্গে ম্যাচ দেখতে গেছেন দুজনে..
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রেমে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া?
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement