প্রেমে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া?

Last Updated:

প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া? লাখ টাকার প্রশ্নে মুখে কুলুপ পিগি চপসের৷ তিনি এখন ভারতের বাইরে৷ মানে বছরের বেশি সময় তাঁর কাটে আমেরিকায়৷ হলিউড সিরিজের শ্যুটে ব্যস্ত প্রিয়াঙ্কা৷ আর সেখানেই মন মজেছে এই মেয়ের৷

#মুম্বই: প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া? লাখ টাকার প্রশ্নে মুখে কুলুপ পিগি চপসের৷ তিনি এখন ভারতের বাইরে৷ মানে বছরের বেশি সময় তাঁর কাটে আমেরিকায়৷ হলিউড সিরিজের শ্যুটে ব্যস্ত প্রিয়াঙ্কা৷ আর সেখানেই মন মজেছে এই মেয়ের৷ যেভাবে তাঁকে ও নিক জোনসকে ঘনঘন একসঙ্গে দেখা যাচ্ছে, তাতে এমনই জল্পনা শুরু হয়েছে৷
Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter
বেড়াতে গিয়েছেন প্রিয়াঙ্কা-নিক৷ একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তাঁরা৷ বন্ধুদের মাঝেও যেন এই দুজনের রসায়ন নজর কাড়ছেন৷ Photo Courtesy: Twitter বেড়াতে গিয়েছেন প্রিয়াঙ্কা-নিক৷ একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তাঁরা৷ বন্ধুদের মাঝেও যেন এই দুজনের রসায়ন নজর কাড়ছেন৷ Photo Courtesy: Twitter
advertisement
advertisement
তবে কে এই নিক? নিক হলেন মার্কিন অভিনেতা, গায়ক, গীতিকার, রেকর্ড প্রোডিউসর৷ এরসঙ্গেই এখন প্রিয়াঙ্কা ঘুরতে যাচ্ছেন, ম্যাচ দেখতে যাচ্ছেন, নৌকা বিহারে যাচ্ছেন৷ অর্থাৎ দোস্তির থেকেও বেশি কিছু! বিদেশে প্রিয়াঙ্কা একাই থাকেন৷ দিনরাত থাকেন কাজে ব্যস্ত৷ মাঝেমাঝে এই ব্যস্ততায় যে তিনি ক্লান্ত হয়ে পড়েন, নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন প্রিয়াঙ্কা৷ নিক এখন তাঁকে সময় দিচ্ছেন৷ তাঁর যত্ন নিচ্ছেন৷ অবশ্য এমনই মানুষকেই তোখুঁজছিলেন তিনি৷
advertisement
একে অন্যকে ভাল করে বুঝে নেওয়ার সময় তো এটাই৷ তবে প্রেম কতদূর এগিয়েছে, সেটা নিয়ে কেউই কোন কথা বলছেন না৷ ওয়েট এন্ড ওয়াচ ফর্মুলাতেই বিশ্বাসী প্রিয়াঙ্কা-নিক!
একসঙ্গে ম্যাচ দেখতে গেছেন দুজনে..
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রেমে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement