মিলে গেল প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে ১৩ বছর আগে করা এই ভবিষ্যদ্বাণী

Last Updated:
#মুম্বই: বিখ্যাত পপ তারকা নিক জোনাসের সঙ্গে আংটি বদল সারা হয়ে গিয়েছে ৷ পাত্রী এখন ব্যস্ত তাঁর আপকামিং বলিউড ছবির শুটিংয়ে ৷ অন্যদিকে, পাত্র ফিরে গিয়েছেন লন্ডনে ৷ তিনিও তাঁর পারফর্ম্যান্স নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন ৷ এ খবর তো সবারই জানা ৷ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যুগলে জানিয়ে দিয়েছেন, ‘নাউ ইটস অফিসিয়াল’ ৷ এবার বিয়ের পালা ৷
প্রাক্তন বিশ্বসুন্দরীর পক্ষে বিয়ের দিন ঘোষণা না হলেও, জল্পনা কম হচ্ছে না এই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে। কিন্তু, অনেকেই জানতেন না, ১৩ বছর আগেই নাকি ঘোষণা হয়ে গিয়েছিল প্রিয়াঙ্কার বিয়ে!
আর কেউ নন, এমনই দাবি করেছিলেন বিশিষ্ট নিউমারোলজিস্ট সঞ্জয় বি জুমানি। ২০০৫ সালে 'ফিল্মফেয়ার' ম্যাগাজিনের এক প্রতিবেদনে, প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। '৩৬ বছর বয়সে বিয়ে করবেন প্রিয়াঙ্কা।' প্রাক্তন বিশ্বসুন্দরী যদি ২০১৮-তে বিয়ে করেন, তাহলে তাঁর বয়স সত্যিই ৩৬ থাকবে।
advertisement
advertisement
জুমানির সঙ্গে যোগাযোগ করা হলে নিউমারোলজিস্ট বলেন, প্রিয়াঙ্কার জন্ম তারিখ, ১৮ -০৭-১৯৮২। যোগ করলে দাঁড়ায় ৯। আর ৩৬ বছর বয়সকে যোগ করলেও হয় ৯। তিনি আরো বলেন, ১৮ বছর বয়সে বিশ্বসুন্দরী হয়েছিলেন প্রিয়াঙ্কা। ১+৮=৯। এ ছাড়াও তাঁর সবচেয়ে বড় দুই হিট ফ্যাশন ও দোস্তানা যখন রিলিজ করেছিল, তখন তাঁর বয়স ২৭। যোগ করলে সেই ৯।
advertisement
শুধু এই নয়, ৪৫ বছর বয়সে এসে বলিউডের 'দেশি গার্ল' রাজনীতিতেও যোগ দিতে পারেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন সঞ্জয় জুমানি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মিলে গেল প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে ১৩ বছর আগে করা এই ভবিষ্যদ্বাণী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement