‘স্ত্রীকে’ প্রচণ্ড বকাবকি করলেন উত্তম কুমারের নাতি গৌরব, দেখুন ভিডিও

Last Updated:
#কলকাতা: তিনি উত্তেম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ৷ বাংলার টেলিভিশন জগতে এক সুপরিচিত নাম ৷ বিভিন্ন ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ একের পর এক চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন গৌরব ৷
২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে বিয়ে সেরেছিলেন এই অভিনেতা ৷ তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি ৷ বিয়ের কিছুদিনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় গৌরব-অনিন্দিতার।
তবে এখন গৌরব চট্টোপাধ্যায় নাকি দেবলীনা কুমারের সঙ্গে প্রেম করছেন। এ খবর শোনা যাচ্ছে বেশকয়েক মাস ধরেই। মাঝে মধ্যেই সোশ্যাল সাইটে দেবলীনার নানান পোস্ট থেকে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। যদিও গৌরব এ বিষয়ে প্রকাশ্যে পরিস্কার করে সেভাবে কিছু বলেননি। তবে তাঁদের সম্পর্কের বিষয়ে টলি পাড়ায় কারোরই বিশেষ অজানা নেই। সম্প্রতি জিমে গিয়ে গৌরব দেবলীনার পিঠে চেপেছিলেন ৷ যে ভিডিওটি পোস্টও হয়েছিল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷ এবং সেই ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যেতে বেশিদিন সময় লাগেনি ৷
advertisement
advertisement
এবার সামনে এল অন্য আরেকটি ভিডিও ৷ যে ভিডিওটি নিয়েও এই মুহূর্তে আলোচনা তুঙ্গে ৷ আর সেখানে নিজের স্ত্রীকে বকাবকি করতে দেখা গেল গৌরবকে ৷ না না ভুল ভাবছেন ৷ আসল জীবনে নয় ৷ রিল লাইফে ঘটল এমন ঘটনা ৷ আসল ব্যাপারটা ঠিক কী? আসুন জেনে নেওয়া যাক-
‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে মথুরামোহন বিশ্বাসের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে গৌরবকে ৷ যেখানে দেখানো হয়েছে, করুণাময়ীর সঙ্গে বিয়ে হয় মথুরের ৷ আর তিনি বেশ রাশভারি মানুষ ৷ এবং তিনি তাঁর স্ত্রীকে ভাল রাখতেই একটু কঠোর মনোভাব দেখান ৷ যা আখেরে করুণাময়ীর ভাল’র জন্যই ৷ আর সেই ঘটনার একটি দৃশ্য সামনেই টেলিভিশনে সম্প্রচারিত হবে ৷ এমন এক মজার দৃশ্যেই অভিনয় করতে দেখা গেল মথুররূপী গৌরবকে ৷ করণাময়ীর চরিত্রের অভিনেত্রী ঔন্দ্রিলাকে বকাবকি করতে দেখা গেল গৌরবকে ৷
advertisement

This one as well Mathur is love hahaha @baruog @oindrila4011

A post shared by Gourab Wonderland (@gourabchatterjeefc) on

advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘স্ত্রীকে’ প্রচণ্ড বকাবকি করলেন উত্তম কুমারের নাতি গৌরব, দেখুন ভিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement