আর ছবি তুলো না, চিৎকার করে বলছে তৈমুর! ধর্মশালার সেই ভিডিও ভাইরাল

Last Updated:

তৈমুর বুঝিয়ে দিল যে, তার গোপনীয়তা চাই...

#ধর্মশালা: এবারের দিওয়ালি মুম্বই নয়, ধর্মশালায় স্বামী সইফ ও ছেলে তৈমুরের সঙ্গে কাটালেন করিনা৷ সেখানে চলছে তাঁর ছবি ভূত পুলিশের শ্যুটিং৷ বিপরীতে রয়েছেন অর্জুন কাপুর৷ তাই তাঁর বিশেষ বান্ধবী মালাইকাও ছিলেন উপস্থিত৷ মালাইকা আবার করিনারও খুব ভাল বন্ধু৷ তাই সবাই মিলে একসঙ্গে কাটালেন এবারের দীপাবলি৷ কিন্তু তার মধ্যেই একটা কান্ড করে বসল ছোট্ট তৈমুর৷ ফোটোগ্রাফারদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, আর ফোটো তুলো না৷ অর্থাৎ পরিবারের সঙ্গে কাটানো সময়ে কোনও ছবি নয়, স্পষ্ট করল ছোট্ট টিম৷
জন্মের পর থেকেই তৈমুরকে নিয়ে পাপারাৎজিদের বিশেষ উৎসাহ ছিল৷ করিনা-সইফের ছেলে রাতারাতি হয়ে উঠেছিল সব ম্যাগাজিনের কভার বয়৷ সেই ট্রেন্ড চলেই আসছে৷ দিন দিন বেড়ে উঠছে তৈমুর৷ সেও ভাল বুঝতে পারে যে ফোটোগ্রাফারদের আর্কষণের কেন্দ্রবিন্দু সে৷ বাড়ির বাইরে বেরলেই তাকে দেখে জ্বল জ্বল করে ওঠে হাজার ফ্ল্যাশ বাল্ব৷ তবে এই সব মোটেও পছন্দ নয় ছোট্ট নবাবের৷ তাই বাবার হাত ধরে শান্তি মনে ধর্মশালার রাস্তায় ঘুরতে ব্যস্ত তৈমুর নিজেই ছবি তুলতে মানা করে দিল৷ তার ও তার পরিবারের দিকে ক্যামেরা তাক করে থাকা ব্যক্তিকে সরাসরি বুঝিয়ে দিল যে তার গোপনীয়তা চাই৷ এভাবে ছবি তুলে আদতে তাকে বিরক্ত করা হচ্ছে বলে স্পষ্ট বুঝিয়ে দিল সে৷
advertisement
advertisement
advertisement
ধর্মশালার রাস্তায় একসঙ্গে করিনার, সইফ, অর্জুন, মালাইকার সঙ্গে ছিল ছোট্ট তৈমুর৷
advertisement
এর আগে ধর্মশালা থেকে ছবি পোস্ট করেছেন মালাইকা৷ তাঁর ছবিটি তুলেছেন করিনা, সেটা জানিয়ে দেন মালাইকা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আর ছবি তুলো না, চিৎকার করে বলছে তৈমুর! ধর্মশালার সেই ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement