আর ছবি তুলো না, চিৎকার করে বলছে তৈমুর! ধর্মশালার সেই ভিডিও ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তৈমুর বুঝিয়ে দিল যে, তার গোপনীয়তা চাই...
#ধর্মশালা: এবারের দিওয়ালি মুম্বই নয়, ধর্মশালায় স্বামী সইফ ও ছেলে তৈমুরের সঙ্গে কাটালেন করিনা৷ সেখানে চলছে তাঁর ছবি ভূত পুলিশের শ্যুটিং৷ বিপরীতে রয়েছেন অর্জুন কাপুর৷ তাই তাঁর বিশেষ বান্ধবী মালাইকাও ছিলেন উপস্থিত৷ মালাইকা আবার করিনারও খুব ভাল বন্ধু৷ তাই সবাই মিলে একসঙ্গে কাটালেন এবারের দীপাবলি৷ কিন্তু তার মধ্যেই একটা কান্ড করে বসল ছোট্ট তৈমুর৷ ফোটোগ্রাফারদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, আর ফোটো তুলো না৷ অর্থাৎ পরিবারের সঙ্গে কাটানো সময়ে কোনও ছবি নয়, স্পষ্ট করল ছোট্ট টিম৷
জন্মের পর থেকেই তৈমুরকে নিয়ে পাপারাৎজিদের বিশেষ উৎসাহ ছিল৷ করিনা-সইফের ছেলে রাতারাতি হয়ে উঠেছিল সব ম্যাগাজিনের কভার বয়৷ সেই ট্রেন্ড চলেই আসছে৷ দিন দিন বেড়ে উঠছে তৈমুর৷ সেও ভাল বুঝতে পারে যে ফোটোগ্রাফারদের আর্কষণের কেন্দ্রবিন্দু সে৷ বাড়ির বাইরে বেরলেই তাকে দেখে জ্বল জ্বল করে ওঠে হাজার ফ্ল্যাশ বাল্ব৷ তবে এই সব মোটেও পছন্দ নয় ছোট্ট নবাবের৷ তাই বাবার হাত ধরে শান্তি মনে ধর্মশালার রাস্তায় ঘুরতে ব্যস্ত তৈমুর নিজেই ছবি তুলতে মানা করে দিল৷ তার ও তার পরিবারের দিকে ক্যামেরা তাক করে থাকা ব্যক্তিকে সরাসরি বুঝিয়ে দিল যে তার গোপনীয়তা চাই৷ এভাবে ছবি তুলে আদতে তাকে বিরক্ত করা হচ্ছে বলে স্পষ্ট বুঝিয়ে দিল সে৷
advertisement
advertisement
advertisement
ধর্মশালার রাস্তায় একসঙ্গে করিনার, সইফ, অর্জুন, মালাইকার সঙ্গে ছিল ছোট্ট তৈমুর৷
advertisement
এর আগে ধর্মশালা থেকে ছবি পোস্ট করেছেন মালাইকা৷ তাঁর ছবিটি তুলেছেন করিনা, সেটা জানিয়ে দেন মালাইকা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2020 10:55 PM IST