Viral photo: মেকআপ রুমেই বুকের দুধ পাম্প করছেন বিদেশী নায়িকা! মঞ্চ মাতানো অভিনেত্রী যখন মায়ের ভূমিকায়!

Last Updated:

দু’মাস আগে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি৷ জন্ম নিয়েছে তাঁর কন্যা সন্তান ড্যানিয়েলা৷

#লন্ডন: তিনি মডেল-অভিনেত্রী৷ তবে সে তো তাঁর পেশা৷ তিনি সন্তানের মা, এটাই যেন তাঁর আসল পরিচয়৷ তাই তো কোনও রাখঢাক না করে সন্তানের জন্য বুকের দুধ প্রস্তুত রাখছেন তিনি৷ পাম্প করে সেই দুধ তিনি বোতলে ভরছেন, যাতে তাঁর অনুপস্থিতিতে সন্তান মায়ের দুধ পান করতে পারে৷ কর্মব্যস্ত বহু মা এই পথ অবলম্বন করেন সন্তানকে স্তন্যপানের (Breast Milk) জন্য৷ যখন সন্তানের খিদে পাবে, তখন হয়ত মা তার সঙ্গে থাকতে পারবেন না৷ তাই বুকের দুধ বোতলে ভরে রেখে যান, যাতে সন্তান দুধ পান করতে পারে৷ অভিনেত্রী যখন মা, তখন তিনিও সেই পথেই হাঁটবেন তাতে আর অবাক হওয়ার কী হয়েছে৷ আর এভাবে কর্মক্ষেত্রে ব্রেস্ট মিল্ক পাম্প করে তিনিও অসংখ্য মায়েদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন যাতে এই কাজে কোনও সঙ্কোচ বোধ না করেন মায়েরা৷
গ্যাল গ্যাডট, ইজরাইলি মডেল ও অভিনেত্রী৷ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন৷ যেখানে দেখা গিয়েছে যে, শ্যুটিং-এর জন্য তিনি তৈরি হচ্ছেন৷ মেকআপ আর চুল স্টাইলের প্রস্তুতি চলছে তাঁর৷ পাশে রয়েছেন তাঁর টিমের সদস্যরা৷ তিনি একটি সাদা রোবে নিজেকে ঢেকে রেখেছেন৷ এই ছবি শ্যুটিং-এর আগে সব মেকআপ রুমেই দেখা যায়৷ এভাবেই অভিনেত্রীরা তৈরি হন৷ কিন্তু নজর কাড়ল গ্যালের কার্যকলাপ৷
advertisement
advertisement
advertisement
দু’মাস আগে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি৷ জন্ম নিয়েছে তাঁর কন্যা সন্তান ড্যানিয়েলা৷ সেই কারণে অভিনেত্রী ব্যস্ত৷ নিজের পেশাগত কারণে তো বটেই, তার সঙ্গে মায়ের ভূমিকা পালনে৷ বাড়ি থেকে দূরে, সন্তানকে সবসময় কাছে রাখতে পারছেন না৷ তাতে কী৷ সন্তানকে মায়ের দুধের থেকে বঞ্চিত করছেন না তিনি৷ মেকআপ রুমে বসেই সদ্যোজাতের জন্য দুধ সংরক্ষণ করছেন গ্যাল৷ এরপরই তিনি আবার কাজে ফিরে যাবেন৷ প্রকাশ্যে স্তন্যপান নিয়ে এক ধরণের 'লজ্জা' বা ট্যাবু রয়েছে৷ মেয়েদের সম্ভ্রম রক্ষা নিয়ে প্রশ্ন তোলে গোড়া পুরুষতান্ত্রিক সমাজ৷ কিন্তু তাতে কী৷ সন্তানের কাছে মা তো সব থেকে বড়৷ তাই মায়ের স্তন্যপান নিয়ে কোনও রাখঢাক করার প্রয়োজনই নেই৷ ধীরে ধীরে সেই রক্ষণশীলতাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন অনেক আধুনিক মা৷ গ্যালের এই ছবি যেন সেই বার্তা খুব সহজ অথচ কড়া ভাবে তুলে ধরল৷ এই ছবি সামনে আসতেই ভাইরাল৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral photo: মেকআপ রুমেই বুকের দুধ পাম্প করছেন বিদেশী নায়িকা! মঞ্চ মাতানো অভিনেত্রী যখন মায়ের ভূমিকায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement