#লন্ডন: তিনি মডেল-অভিনেত্রী৷ তবে সে তো তাঁর পেশা৷ তিনি সন্তানের মা, এটাই যেন তাঁর আসল পরিচয়৷ তাই তো কোনও রাখঢাক না করে সন্তানের জন্য বুকের দুধ প্রস্তুত রাখছেন তিনি৷ পাম্প করে সেই দুধ তিনি বোতলে ভরছেন, যাতে তাঁর অনুপস্থিতিতে সন্তান মায়ের দুধ পান করতে পারে৷ কর্মব্যস্ত বহু মা এই পথ অবলম্বন করেন সন্তানকে স্তন্যপানের (Breast Milk) জন্য৷ যখন সন্তানের খিদে পাবে, তখন হয়ত মা তার সঙ্গে থাকতে পারবেন না৷ তাই বুকের দুধ বোতলে ভরে রেখে যান, যাতে সন্তান দুধ পান করতে পারে৷ অভিনেত্রী যখন মা, তখন তিনিও সেই পথেই হাঁটবেন তাতে আর অবাক হওয়ার কী হয়েছে৷ আর এভাবে কর্মক্ষেত্রে ব্রেস্ট মিল্ক পাম্প করে তিনিও অসংখ্য মায়েদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন যাতে এই কাজে কোনও সঙ্কোচ বোধ না করেন মায়েরা৷
গ্যাল গ্যাডট, ইজরাইলি মডেল ও অভিনেত্রী৷ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন৷ যেখানে দেখা গিয়েছে যে, শ্যুটিং-এর জন্য তিনি তৈরি হচ্ছেন৷ মেকআপ আর চুল স্টাইলের প্রস্তুতি চলছে তাঁর৷ পাশে রয়েছেন তাঁর টিমের সদস্যরা৷ তিনি একটি সাদা রোবে নিজেকে ঢেকে রেখেছেন৷ এই ছবি শ্যুটিং-এর আগে সব মেকআপ রুমেই দেখা যায়৷ এভাবেই অভিনেত্রীরা তৈরি হন৷ কিন্তু নজর কাড়ল গ্যালের কার্যকলাপ৷
দু’মাস আগে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি৷ জন্ম নিয়েছে তাঁর কন্যা সন্তান ড্যানিয়েলা৷ সেই কারণে অভিনেত্রী ব্যস্ত৷ নিজের পেশাগত কারণে তো বটেই, তার সঙ্গে মায়ের ভূমিকা পালনে৷ বাড়ি থেকে দূরে, সন্তানকে সবসময় কাছে রাখতে পারছেন না৷ তাতে কী৷ সন্তানকে মায়ের দুধের থেকে বঞ্চিত করছেন না তিনি৷ মেকআপ রুমে বসেই সদ্যোজাতের জন্য দুধ সংরক্ষণ করছেন গ্যাল৷ এরপরই তিনি আবার কাজে ফিরে যাবেন৷ প্রকাশ্যে স্তন্যপান নিয়ে এক ধরণের 'লজ্জা' বা ট্যাবু রয়েছে৷ মেয়েদের সম্ভ্রম রক্ষা নিয়ে প্রশ্ন তোলে গোড়া পুরুষতান্ত্রিক সমাজ৷ কিন্তু তাতে কী৷ সন্তানের কাছে মা তো সব থেকে বড়৷ তাই মায়ের স্তন্যপান নিয়ে কোনও রাখঢাক করার প্রয়োজনই নেই৷ ধীরে ধীরে সেই রক্ষণশীলতাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন অনেক আধুনিক মা৷ গ্যালের এই ছবি যেন সেই বার্তা খুব সহজ অথচ কড়া ভাবে তুলে ধরল৷ এই ছবি সামনে আসতেই ভাইরাল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actress, Breast milk