Mithun Chakraborty: হঠাৎ বৌমার সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন মিঠুন চক্রবর্তী, তারপর...

Last Updated:

বিয়ের আগে মিঠুন চক্রবর্তীর পুত্র মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল৷

#মুম্বই: TRP রেটিং-এ একেবারের উপরের দিকে রয়েছে অনুপমা(Anupamaa) ধারাবাহিক৷ গল্পের নানা বাঁকে এগিয়ে চলছে গল্প৷ যা খুবই পছন্দ হচ্ছে দর্শকদের৷ তাই লাগাতার দারুণ টিআরপি আসছে অনুপমার৷ তবে তার মধ্যে এল আরও এক বড় চমক৷ ধারাবাহিকের সেটে হাজির সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)! বৌমা মদলসা শর্মার( Madalsa Sharma) সঙ্গে দেখা করতে সেটে হাজির মিঠুন৷ তাই ধারাবাহিকের ভক্তদের জন্যও থাকল দারুণ উপহার৷
মিঠুন পুত্র মিমোর (Mithun Chakraborty Daughter-in-Law)সঙ্গে বিয়ে হয়েছে মদলসা শর্মার৷ তিনি আবার অনুপমা ধারাবাহিকে কাব্যার চরিত্রে অভিনয় করেন৷ তাঁর সঙ্গে দেখা করতেই মিঠুন পৌঁছে গেলেন শ্যুটের সেটে৷ আর তাঁকে দেখে অন্যান্য অভিনেতারাও উচ্ছ্বসিত৷ সকলে মিঠুনের সঙ্গে ছবি তুললেন৷ একেবার দল বেঁধে উঠল মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি৷ যা শেয়ার করাী হল অনুপমা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ডিরেক্টরস কাট-র সোশ্যাল মিডিয়ায়৷ এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে ধন্যবাদ জানানো হল এভাবে সেটে এসে সকলের সঙ্গে আন্তরিকার সঙ্গে বসে ছবি তোলার জন্য৷
advertisement
advertisement
advertisement
এই ধারাবাহিকের দুই অভিনেতা রুপালি গঙ্গোপাধ্যায় ও শুধাংশু পান্ডের মধ্যে কিছু সমস্যা সামনে এসেছিল৷ এর ফলে ধরাবাহিকের অভিনেতা-অভিনেতারাও দুটি ভাগে বিভক্ত হয়ে যান৷ এক দলে ছিলেন রুপালি, আশিষ মলহোত্রা, আল্পনা বুচ, মুসকান বাম্নে৷ অন্য দলে ছিলেন শুধাংশু পান্ডে, পরাস কলনাওয়াত, মদলাসা শর্মা, অনঘা ভোঁসলে৷ যদিও তাঁর নামে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন শুধাংশু৷
advertisement
অন্যদিকে বিয়ের আগে মিঠুন চক্রবর্তীর পুত্র মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল৷ তবে আপাতত মদলসা শর্মার সঙ্গে বিয়ে করে সুখেই রয়েছেন তিনি৷ বিয়ের আগে মিমোকে নিয়ে এই সব অভিযোগ কোনও প্রভাব ফেলেনি তাঁদের বিয়েতে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty: হঠাৎ বৌমার সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন মিঠুন চক্রবর্তী, তারপর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement