প্রকাশ্যে দেখা গেল শাহিদপুত্র জেনকে, দেখুন সেই ছবি

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

দেখতে দেখতে ছেলে জেনের বয়স প্রায় দেড় মাস হতে চলল ৷ কিন্তু এখনও ছেলের ছবি পোস্ট করেননি শাহিদ-মীরা ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: কাপুর পরিবারে এসেছে নতুন সদস্য ৷ দ্বিতীয়বারের জন্য বাবা-মা হয়েছেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত ৷ ৬ সেপ্টেম্বর মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে জন্ম হয়েছে শাহিদপুত্র জেনের ৷ অন্যদিকে মেয়ে মিশা সবে এক বছরের চৌকাঠ পেড়িয়েছে ৷ এক ছেলে, এক মেয়ে নিয়ে এখন সুখের দিন কাটাচ্ছেন ‘পদ্মাবত’-এর নায়ক ৷দেখতে দেখতে ছেলে জেনের বয়স প্রায় দেড় মাস হতে চলল ৷ কিন্তু এখনও ছেলের ছবি পোস্ট করেননি শাহিদ-মীরা ৷ আপাতত তাঁকে লোকচক্ষুর আড়ালে রাখারই চেষ্টা চলছে ৷ পাপারাৎজিদের নজরও সতর্কভাবেই এড়িয়ে গিয়েছেন শাহিদ-মীরা ৷ শুধুমাত্র হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার সময় এক ঝলক দেখা গিয়েছল কাপড়ে মোড়া পুঁচকে জেনকে ৷সেই দিনের পর এই প্রথমবার বাইরে দেখা গেল জেনকে ৷ মায়ের কোলে কাপড়ে মোড়া ছিল এদিনও ৷ তবে তার মুখ অনাবৃত ছিল ৷ মা মীরা কাপুর অবশ্য হাত দিয়ে মুখ ঢেকে প্রাণপণ চেষ্টা করছিলেন ছেলের মুখ ঢেকে রাখতে ৷ তবু তারই মধ্যে অল্প একটু দেখা গেল ছোটে কাপুরকে ৷

    View this post on Instagram

    Mira Kapoor snapped with son Zain & daughter Misha at the Airport @InstantBollywood

    A post shared by Instant Bollywood (@instantbollywood) on

    First published:

    Tags: Mira Kapoor, Misha Kapoor, Shahid Kapoor, Zain Kapoor