‘নিখিল’-এর কোলে শ্যামা মত্ত হাসিখেলায়! Viral ভিডিও সুপারহিট

Last Updated:

প্রেমরসে সিক্ত ভিডিও-র প্রতিটি ক্লিপ...

#কলকাতা: টলিউডের  (Tollywood)  বাজার এখন সরগরম৷ কোথাও জমজামট শ্যুটিং পর্ব চলছে৷ কোথাও আবার জমজমাট বিয়ের আসর৷ আর এই পর্বেই বাজারে থাকছে জমজমাট গসিপ (Gossip)৷  এই বাজারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে চলেছে নানা ভিডিও৷ সেই ভিডিও-র যেগুলি খুবই জনপ্রিয় হচ্ছে সেগুলি দুরন্ত গতিতে ভাইরাল হয়ে যাচ্ছে৷ সামনেই বিয়ে হতে চলেছে কৃষ্ণকলির নায়ক ‘নিখিল’ অর্থাৎ নীল ভট্টাচার্য৷ তিনি বিয়ে করবেন খড়কুটোর নায়িকা ‘গুনগুন’ অর্থাৎ তৃণা সাহাকে৷
দুজনের জবরদস্ত প্রেমের ভিডিও এই মুহূর্তে আপলোড হচ্ছে আর মুহূর্তেই হয়ে যাচ্ছে ভাইরাল৷ তৃণা ও নীলের বিয়ে ফেব্রুয়ারিতে৷ বেশ কিছু আগেই নিজেদের দীর্ঘদিনের এই প্রেমের কথা খুল্লমখুল্লা জানিয়ে দিয়েছেন নায়ক -নায়িকা৷ আর তারপর থেকে একেবারে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে প্রেম ও খুনসুটির ভিডিও আসছে ভরপুর৷
এই অবস্থায় হঠাৎ করেই নীল -তৃণার ভিডিওকে টেক্কা দিয়ে বাজার কাঁপাচ্ছে পর্দার জুটির ভিডিও৷ অর্থাৎ কৃষ্ণকলির নিখিল ও শ্যামা- র নাচ গানের ভিডিও এখন সুপার ভাইরাল৷
advertisement
advertisement
তিয়াসা এই ভিডিওতে নিজের অনস্ক্রিন লুকের থেকে বেশ খানিকটা আলাদাভাবে সেজেছেন৷ ঘন নীল চওড়া জরিপার শাড়ি, মাথায় ফুলের সজ্জা একেবারে অপরূপ লাগছে শ্যামাকে৷
নিখিলের সঙ্গে তাঁর সহজাত কেমিস্ট্রি একেবারে মোহিত করে দিয়েছে নেটিজেনদের৷ বলিউডের বিখ্যাত রোমান্টিক একটি গানের তালে দারুণ নাচ নিখিল-শ্যামার৷ দেখুন সেই ভিডিও৷
এদিকে এই ভিডিওতে দুজনের মাখো মাখো প্রেমের কেমিস্ট্রি ভিডিওকে ভাইরাল করে দিতে দেরি করেনি৷ ভিডিওতে লাভ-লাইকের সংখ্যাই এক লক্ষ ছুঁই ছুঁই৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘নিখিল’-এর কোলে শ্যামা মত্ত হাসিখেলায়! Viral ভিডিও সুপারহিট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement