আবার শুরু হচ্ছে জনপ্রিয় সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কি'
Last Updated:
ফিরছে জনপ্রিয় সিরিয়াল কসৌটি জিন্দেগি কে ৷ নয়ের দশকের নস্টালজিয়া আরও একবার উস্কে দেবে এই সিরিয়াল, মনে করছেন প্রযোজকরা ৷ তবে কাকে কোন চরিত্রের জন্য বেছে নেওয়া যায় তারই চ্যালেঞ্জ তাদের সামনে ৷
#মুম্বই: ফিরছে জনপ্রিয় সিরিয়াল কসৌটি জিন্দেগি কে ৷ নয়ের দশকের নস্টালজিয়া আরও একবার উস্কে দেবে এই সিরিয়াল, মনে করছেন প্রযোজকরা ৷ তবে কাকে কোন চরিত্রের জন্য বেছে নেওয়া যায় তারই চ্যালেঞ্জ তাদের সামনে ৷ নতুন রূপে কসৌটিতে প্ররণার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এরিকা ফার্ন্ডাডেজকে ৷ 'কুছ রং প্যায়ার কে অ্যায়সে ভি' খ্যাত এই অভিনেত্রী কী পারবেন শ্বেতা তিওরির জনপ্রিয়তাকে টপকাতে ? সেটা সিরিয়াল শুরুর পরই বোঝা যাবে ৷
advertisement
তবে হিরোর চরিত্রে কে কে থাকবেন সেটা এখনও স্পষ্ট হয়নি ৷ সূত্রের খবর পার্থ সমথনকে দেখা যেতে পারে অনুরাগের চরিত্রে ৷ অন্যদিকে এই চরিত্রের জন্য অভিমন্যুর নামও শোনা যাচ্ছে ৷ অনুরাগের চরিত্রে বরুণ সোবতির নাম উঠলেও তিনি মিস্টার বজাজের চরিত্রে অভিনয় করবেন বলেই খবর ৷ তবে হিরো নির্বাচনে এখনও কিছুটা সময় নিলেও পরিচালক, প্রযোজকরা খলনায়িকা কোমোলিকাকে বেছে নিয়েছেন ৷ হিনা খানকে দেখা যাবে নতুন কোমোলিকার চরিত্রে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2018 5:52 PM IST