#মুম্বই:বলিটাউনের অলিতে গলিতে কান পাতলেই শোনা যায় সেফ- অমৃতা কন্যা সারা আর কার্তিক আরিয়ানের গরমাগরম প্রেমের গসিপ। ফাঁকা সময় মানেই একে অপরের সঙ্গে। সবে শেষ হয়েছে 'লাভ আজকাল ২'-এর শ্যুটিং । কিন্তু তারপরেও একে অন্যের সঙ্গে 'চিপকে'!
আপাতত কার্তিক লখনউ-এ। ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'পতি পত্নী অউর বো'-র শ্যুটিংয়ে। কিন্তু তাঁকে না দেখে থাকতে পারছেন না সারা! কাজেই সোজা লখনৌ পৌঁছে গেলেন সুন্দরী! ফ্রেমবন্দি হল জুটির রেস্তোরাঁ থেকে একসঙ্গে বেরনোর ভিডিও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kartik aryan, Sara Ali Khan