'চিপস্' খাওয়া নিয়ে যা নাটক করলেন এই তারকা ! দেখুন ভিডিও
Last Updated:
#মুম্বই: ভাজাভুজি বা তেল জাতিয় খাবার এড়িয়ে চলেন বলি তারকারা ৷ এতদিন তো এটা শুনেছিলেন ৷ এবার দেখুন কীভাবে তাদের সামনে লোভনীয় খাবার সাজানো থাকলেও তারা কোনভাবেই তাতে পাত্তা দেন না ৷ নিজেদের চেহারার ঠিক রাখতে, নিজেরা ফিট থাকতে এই নিয়মই মেনে চলেন মুম্বই ইন্ডাস্ট্রির সকলে ৷ কেউ এই বিষয়টি সামনে আনেন, কেউ আনেন না ৷
তবে যার কথা বলছি, তিনি কিন্তু কোন রাখঢাক না করেই বললেন তিনি কার্বোহাইড্রেট খেতে চান না ৷ করাণ কার্বোহাইড্রেট খেলে তিনি মোটা হবেন আর এক বিশেষ অনুষ্ঠানে ডিজাইনার শেরওয়ানি পরতে পারবেন না ! এর জন্যই তো চিপস্ ও খাবেন না তিনি ! যার কথা হচ্ছে তিনি আর কেউ নন, তারকা প্রযোজক, পরিচালক করণ জোহর !
advertisement
ভাবুন একবার ৷ করণ জোহর, যিনি প্রধাণত ক্যামেরার পিছনেই থাকেন তিনিই এমন খুঁতখুঁতে খাবার ব্যাপারে ৷ তাহলে যাদের নিয়মিত স্ক্রিনে দেখা যায় তারা কী করেন ? কোন এক জায়গায় যাওয়ার পথে, করণ জোহরকে চিপস অফার করছিলেন বরুণ ধাওয়ান ৷ করণ তো মুখ ঢেকেই নিলেন খাবেন না বলে ! সে যে কী নাটক, ভিডিও দেখলেই বুঝবেন ৷ পিছনের সিটেই বসেছিলেন করিশ্মা ৷ করণের প্রতিক্রিয়া দেখে বরুণ আর করিশ্মার কাছে এই চিপস্ নিয়ে যাওয়ার সাহসও করেননি ৷ কে জানে নায়িকারা হয়ত এই ধরনের খাবার খাওয়া তো দূরে থাক, দেখতেও পছন্দ করেন না !
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2018 8:52 AM IST