হোম /খবর /বিনোদন /
কৃত্রিমভাবে প্রসব যন্ত্রণায় কাতরালেন অক্ষয়,তারপর যা হল..যন্ত্রণার ভিডিও ভাইরাল

কৃত্রিমভাবে প্রসব যন্ত্রণায় কাতরালেন অক্ষয়, তারপর যা হল...যন্ত্রণার ভিডিও ভাইরাল

Photo Courtesy: YouTube

Photo Courtesy: YouTube

সন্তান জন্ম দিতে কতটা কষ্ট পান মহিলারা? এবার নিজেই সেটা অনুভব করলেন অক্ষয়!

  • Last Updated :
  • Share this:

#মুম্বই:  সন্তান জন্ম দিতে কতটা কষ্ট পান মহিলারা? এবার নিজেই সেটা অনুভব করলেন অক্ষয়! পুরোটাই হল কৃত্রিমভাবে৷ চিকিৎসকের সাহায্যে বিশেষ এক যন্ত্রের মাধ্যমে অক্ষয়ের শরীরের প্রসব যন্ত্রণার অনুভূতি তৈরি করা হল৷ ঠিক যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরেধীরে বৃদ্ধি পায় সেই ব্যাথা, এখানেও যন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হল যন্ত্রণা৷ এক এক করে বাড়ানো হল মাত্রা৷ ১ থেকে ১০০ পর্যন্ত সেই ব্যাথার একক বাড়ানো হল৷ প্রচন্ড ব্যাথায় ছটফট করলেন অক্ষয়৷ একটা সময়ের পর আর সহ্য করতে পারছিলেন না তিনি৷ হাত-পা ছুড়তেও শুরু করেন৷ কিন্তু দাঁতে-দাঁত চেপে পুরো সময়টাই লড়াই করে যান৷ তবে শুধু অক্ষয় নয়, তার সঙ্গে ছিলেন অভিনেতা ও গায়ক দলজিৎ দোসঞ্জ৷

তাদের নতুন ছবি গুড নিউজ মুক্তির অপেক্ষায়৷ ছবিতে দু’জন স্বামী-স্ত্রীর গল্প দেখানো হয়েছে এবং মূল বিষয় হল সন্তান জন্ম৷ কীভাবে নানা সমস্যার কাটিয়ে সন্তান জন্ম দেবেন স্ত্রীরা৷ তাই ছবির নাম গুডনিউজ৷ ছবির একটা বড় অংশে করিনা ও কিয়ারা আডবানিকে গর্ভাবস্থায় দেখানো হয়েছে এবং শেষে তারা সন্তানের জন্ম দেবেন৷ ১০ মাস গর্ভে ধারণ করে সন্তান জন্ম দেওয়া যে খুব সহজ নয় এবং প্রসব যন্ত্রণা যে কতটা কষ্টকর তা পুরষদের বোঝাতে অক্ষয় ও দলজিতের এই পদক্ষেপ৷ এর মধ্যে দিয়ে মেয়ে ও মায়ের সম্মান জানিয়েছেন ছবির গোটা টিম৷ পুরো অভিজ্ঞতার পর অক্ষয় ও দলজিৎ জানিয়েছেন যে প্রতিটি মায়েদের প্রতি তাদের শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে৷ কারণ মাতৃত্ব শুধুই মুখের কথা নয়, সেটা পালন করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ৷ তাই মায়েদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞতা জানানোর জন্য আবেদন রেখেছেন দুই অভিনেতা৷

দেখুন সেই ভিডিও৷ কিছুটা মজার মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন দুই অভিনেতা এবং গুড নিউজ ছবির টিম৷

Published by:Pooja Basu
First published:

Tags: Akshya kumar, Bollywood film, Diljit Dosanjh, Good News