কৃত্রিমভাবে প্রসব যন্ত্রণায় কাতরালেন অক্ষয়, তারপর যা হল...যন্ত্রণার ভিডিও ভাইরাল

Last Updated:

সন্তান জন্ম দিতে কতটা কষ্ট পান মহিলারা? এবার নিজেই সেটা অনুভব করলেন অক্ষয়!

#মুম্বই:  সন্তান জন্ম দিতে কতটা কষ্ট পান মহিলারা? এবার নিজেই সেটা অনুভব করলেন অক্ষয়! পুরোটাই হল কৃত্রিমভাবে৷ চিকিৎসকের সাহায্যে বিশেষ এক যন্ত্রের মাধ্যমে অক্ষয়ের শরীরের প্রসব যন্ত্রণার অনুভূতি তৈরি করা হল৷ ঠিক যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরেধীরে বৃদ্ধি পায় সেই ব্যাথা, এখানেও যন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হল যন্ত্রণা৷ এক এক করে বাড়ানো হল মাত্রা৷ ১ থেকে ১০০ পর্যন্ত সেই ব্যাথার একক বাড়ানো হল৷ প্রচন্ড ব্যাথায় ছটফট করলেন অক্ষয়৷ একটা সময়ের পর আর সহ্য করতে পারছিলেন না তিনি৷ হাত-পা ছুড়তেও শুরু করেন৷ কিন্তু দাঁতে-দাঁত চেপে পুরো সময়টাই লড়াই করে যান৷ তবে শুধু অক্ষয় নয়, তার সঙ্গে ছিলেন অভিনেতা ও গায়ক দলজিৎ দোসঞ্জ৷
তাদের নতুন ছবি গুড নিউজ মুক্তির অপেক্ষায়৷ ছবিতে দু’জন স্বামী-স্ত্রীর গল্প দেখানো হয়েছে এবং মূল বিষয় হল সন্তান জন্ম৷ কীভাবে নানা সমস্যার কাটিয়ে সন্তান জন্ম দেবেন স্ত্রীরা৷ তাই ছবির নাম গুডনিউজ৷ ছবির একটা বড় অংশে করিনা ও কিয়ারা আডবানিকে গর্ভাবস্থায় দেখানো হয়েছে এবং শেষে তারা সন্তানের জন্ম দেবেন৷ ১০ মাস গর্ভে ধারণ করে সন্তান জন্ম দেওয়া যে খুব সহজ নয় এবং প্রসব যন্ত্রণা যে কতটা কষ্টকর তা পুরষদের বোঝাতে অক্ষয় ও দলজিতের এই পদক্ষেপ৷ এর মধ্যে দিয়ে মেয়ে ও মায়ের সম্মান জানিয়েছেন ছবির গোটা টিম৷ পুরো অভিজ্ঞতার পর অক্ষয় ও দলজিৎ জানিয়েছেন যে প্রতিটি মায়েদের প্রতি তাদের শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে৷ কারণ মাতৃত্ব শুধুই মুখের কথা নয়, সেটা পালন করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ৷ তাই মায়েদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞতা জানানোর জন্য আবেদন রেখেছেন দুই অভিনেতা৷
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও৷ কিছুটা মজার মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন দুই অভিনেতা এবং গুড নিউজ ছবির টিম৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কৃত্রিমভাবে প্রসব যন্ত্রণায় কাতরালেন অক্ষয়, তারপর যা হল...যন্ত্রণার ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement