মধ্যরাতে দিল্লিতে ব্যাপক মার খেলেন অজয় দেবগন, জানুন ভাইরাল ভিডিও-র সত্যতা

Last Updated:

আগুনের গতিতে ছড়িয়ে পড়ছে Viral Video টি...দেখেছেন ....

#নয়াদিল্লি: দিল্লিতে মধ্যরাতে দুটি দলের মধ্যে ব্যাপক মারামারির এক ভিডিও এখন সুপার ভাইরাল হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় (Social Media) আগুনের গতিতে ছড়িয়ে পড়ছে সেই ভিডিও৷ এই ভিডিওতে দাবি করা হচ্ছে যে ব্যক্তি প্রবল মার খাচ্ছেন তিনি নাকি অজয় দেবগন (Ajay Devgan)৷ বলিউডের সুপার স্টার অজয় দেবগন নাকি এভাবে মার খাচ্ছেন৷
সোশ্যাল মিডিয়ায় এই গুজব (Gossip) যে সময় এই ঘটনা ঘটে তখন অজয় দেবগন নেশায় মত্ত অবস্থায় ছিলেন৷ তাঁর গাড়ি পার্কিং নিয়ে এই প্রবল ঝগড়া হয়৷ যাঁর পর লোকজন এক হয়ে তাঁর সঙ্গে মারপিট শুরু করে দেন৷ এদিকে ভিডিওতে ব্যক্তিটিকে অজয় দেবগন বলে দাবি করা হলেও এই ভিডিওতে একবারের জন্যেও তাঁর চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে না৷ কিন্তু হাবেভাবে ও চেহারার আকৃতিতে মিল থাকার কারণে তাঁকে নেটিজেনরা অজয় দেবগন বলে দাবি করছেন৷
advertisement
advertisement
advertisement
একজন নেটিজেন পুরো মারামারির ভিডিও শেয়ার করেছেন৷ যাতে সাদা শার্ট পরিহিত এক মাতালকে ব্যাপক মারধর করা হচ্ছে ৷ ভিডিও পোস্ট করে ওই ব্যক্তি লিখেছেন আমি জানি না ওই ব্যক্তি অজয় দেবগন না অন্য কেউ কিন্তু মানুষের মধ্যে কৃষি আন্দোলনকে ঘিরে রাগ বেড়েই চলেছে৷ সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও দ্রুত ছড়াচ্ছে যেখানে দাবি করা হচ্ছে এই ব্যক্তি অজয় দেবগন৷
advertisement
ভিডিও টি নিয়ে তথ্য অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে এই ভিডিওটি রাজধানী দিল্লির কাছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তৈরি এয়ারোসিটি-র৷ যেখানে রাতে পার্কিং নিয়ে দু‘টি গ্রুপের মধ্যে ব্যাপক মারামারি হয়৷ উত্তেজনা দ্রুত বাড়তে থাকে যার ফলে আরও মানুষ এই গন্ডগোলে জড়িয়ে যায়৷ এরপর মারপিট শুরু হয়ে যায়৷ ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে অসম্ভব নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে কিন্তু তার মুখ পরিষ্কার করে বোঝা যাচ্ছে না৷ কিন্তু তদন্ত অনুসারে ওই ব্যক্তি অজয় দেবগন নন৷ তাঁর এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্কই নেই৷ পুলিশ এই ঘটনায় প্রধান অভিযুক্তদের গ্রেফতার করে নিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মধ্যরাতে দিল্লিতে ব্যাপক মার খেলেন অজয় দেবগন, জানুন ভাইরাল ভিডিও-র সত্যতা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement