মধ্যরাতে দিল্লিতে ব্যাপক মার খেলেন অজয় দেবগন, জানুন ভাইরাল ভিডিও-র সত্যতা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আগুনের গতিতে ছড়িয়ে পড়ছে Viral Video টি...দেখেছেন ....
#নয়াদিল্লি: দিল্লিতে মধ্যরাতে দুটি দলের মধ্যে ব্যাপক মারামারির এক ভিডিও এখন সুপার ভাইরাল হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় (Social Media) আগুনের গতিতে ছড়িয়ে পড়ছে সেই ভিডিও৷ এই ভিডিওতে দাবি করা হচ্ছে যে ব্যক্তি প্রবল মার খাচ্ছেন তিনি নাকি অজয় দেবগন (Ajay Devgan)৷ বলিউডের সুপার স্টার অজয় দেবগন নাকি এভাবে মার খাচ্ছেন৷
সোশ্যাল মিডিয়ায় এই গুজব (Gossip) যে সময় এই ঘটনা ঘটে তখন অজয় দেবগন নেশায় মত্ত অবস্থায় ছিলেন৷ তাঁর গাড়ি পার্কিং নিয়ে এই প্রবল ঝগড়া হয়৷ যাঁর পর লোকজন এক হয়ে তাঁর সঙ্গে মারপিট শুরু করে দেন৷ এদিকে ভিডিওতে ব্যক্তিটিকে অজয় দেবগন বলে দাবি করা হলেও এই ভিডিওতে একবারের জন্যেও তাঁর চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে না৷ কিন্তু হাবেভাবে ও চেহারার আকৃতিতে মিল থাকার কারণে তাঁকে নেটিজেনরা অজয় দেবগন বলে দাবি করছেন৷
advertisement
Not really sure if this is #ajaydevgan or not but #Kisanektamorcha agitation seems to be spreading up. Social media floating with this video that drunk @ajaydevgn got beaten up?? #RakeshTikait pic.twitter.com/Fv8j0kG5fv
— lalit kumar (@lalitkumartweet) March 28, 2021
advertisement
advertisement
একজন নেটিজেন পুরো মারামারির ভিডিও শেয়ার করেছেন৷ যাতে সাদা শার্ট পরিহিত এক মাতালকে ব্যাপক মারধর করা হচ্ছে ৷ ভিডিও পোস্ট করে ওই ব্যক্তি লিখেছেন আমি জানি না ওই ব্যক্তি অজয় দেবগন না অন্য কেউ কিন্তু মানুষের মধ্যে কৃষি আন্দোলনকে ঘিরে রাগ বেড়েই চলেছে৷ সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও দ্রুত ছড়াচ্ছে যেখানে দাবি করা হচ্ছে এই ব্যক্তি অজয় দেবগন৷
advertisement
ভিডিও টি নিয়ে তথ্য অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে এই ভিডিওটি রাজধানী দিল্লির কাছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তৈরি এয়ারোসিটি-র৷ যেখানে রাতে পার্কিং নিয়ে দু‘টি গ্রুপের মধ্যে ব্যাপক মারামারি হয়৷ উত্তেজনা দ্রুত বাড়তে থাকে যার ফলে আরও মানুষ এই গন্ডগোলে জড়িয়ে যায়৷ এরপর মারপিট শুরু হয়ে যায়৷ ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে অসম্ভব নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে কিন্তু তার মুখ পরিষ্কার করে বোঝা যাচ্ছে না৷ কিন্তু তদন্ত অনুসারে ওই ব্যক্তি অজয় দেবগন নন৷ তাঁর এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্কই নেই৷ পুলিশ এই ঘটনায় প্রধান অভিযুক্তদের গ্রেফতার করে নিয়েছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2021 12:01 PM IST