#মুম্বই: ভক্তের সংখ্যা কীভাবে বাড়ছে প্রিয়াঙ্কা চোপড়ার ? তাঁর কাজ দেখে না, তিনি নিজে নাকি টাকা দিয়ে কিনছেন তাদের ! একটি ভিডিও ফুটেজ দেখে তেমন মনে করা হচ্ছে ৷ আর তা নিয়ে উত্তাল নেট দুনিয়া ৷
কী দেখা যাচ্ছে ভিডিওতে ৷ এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন প্রিয়াঙ্কা ৷ পিছনে তাঁর দুই ভক্ত ৷ তাঁরা অটোগ্রাফ নিলেন ৷ প্রিয়াঙ্কা এগিয়ে চলেছেন ৷ আবারও একই দুই ভক্তকে দেখা গেল প্রিয়াঙ্কার অটোগ্রাফ নিতে ৷ এতেই শুরু হয়েছে সমালোচনা ৷ কেন বারবার একই ব্যক্তি নিতে যাবেন অটোগ্রাফ ৷ নেটিজেনদের মত, টাকা দিয়েই নাকি এই দুজনকে আনা হয়েছে, যাতে এরাই বারবার করে নায়িকার পিছন পিছন ঘোরেন ৷ তাঁর অটোগ্রাফ নেন ৷
তাহলে কী প্রিয়াঙ্কা ভক্ত কিনছেন ? মানে জনপ্রিয়তা বাড়াতে সাবস্ক্রাইব করছেন নিজের ভক্তদেরই ? এই তথ্যে দারুণ চটেছেন প্রিয়াঙ্কার আসল ভক্তরা ৷ তাঁরা বলছে বলি-হলিতে কাজ করা প্রিয়াঙ্কার ভক্তের অভাব নেই ৷ তাই তাঁকে ভক্ত কিনতে হয় না ৷ যে দুজনকে দেখা গিয়েছে তারা আসলে অটোগ্রাফ কলেক্টর ৷ নিজেরা অটোগ্রাফ যোগাড় করে বিক্রি করেন ৷ তাই বারে বারে প্রিয়াঙ্কার কাছে তাঁর পৌঁছে যাচ্ছে ৷
ভিডিওটি দেওয়া থাকল ৷ নিজে দেখেই বিচার করুন কোনটা সত্যি কোনটা মিথ্যে ৷ .....
Watch video till end. @priyankachopra hires ppl who act like fans in front of media. Same 2 ppl who ask for autograph in beginning, run towards terminal 2 and ask again.
— Messii (@M4Messii) November 16, 2018
RT and expose her PR made fake image " GLOBAL star " lol. pic.twitter.com/Tls2ZNZD03