প্রিয়াঙ্কাকে এত দামি উপহার দিয়ে কি প্রোপোজ করলেন নিক ?

Last Updated:

তাঁরা কি সত্যিই প্রেম করছেন ? একমাত্র এই উত্তরটা প্রিয়াঙ্কা আর নিকই দিতে পারবেন ৷ তবে যেভাবে একসঙ্গে সর্বত্র তাঁদের দেখা যাচ্ছে, তাতে অনেকেই তাঁদের প্রেমিক-প্রেমিকা বলেই মেনে নিয়েছেন ৷

#মুম্বই: তাঁরা কি সত্যিই প্রেম করছেন ? একমাত্র এই উত্তরটা প্রিয়াঙ্কা আর নিকই দিতে পারবেন ৷ তবে যেভাবে একসঙ্গে সর্বত্র তাঁদের দেখা যাচ্ছে, তাতে অনেকেই তাঁদের প্রেমিক-প্রেমিকা বলেই মেনে নিয়েছেন ৷ একসঙ্গে ভারতে ছুটি কাটাতে এসেছিলেন প্রিয়াঙ্কা-নিক ৷ গিয়েছিলেন গোয়াতে ৷ আম্বানির ছেলের এনগেজমেন্টেও হাতে হাত রেখেই গিয়েছিলেন তাঁরা ৷ নিকের গানের অনুষ্ঠান দেখেতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷
Photo Courtesy : Instagram Photo Courtesy : Instagram
advertisement
এরপর প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম ফলোয়ার ২৫ কোটি হওয়াতে, একটি দামি উপহার পেয়েছেন পিগি চপস ৷ প্রিয়াঙ্কা ভক্তরা ভালই বুঝতে পারছেন এই উপহারটি আর কেউই নন, দিয়েছেন নিক ৷
advertisement
Photo Courtesy : Instagram Photo Courtesy : Instagram
এবং এই উপহারের সঙ্গে কি নিক অফিশিয়ালি প্রোপেজ করলেন প্রিয়াঙ্কাকে ? আপাতত সেই চিন্তায় বুঁদ ভক্তরা ৷ অপেক্ষা প্রিয়াঙ্কার স্বীকারোক্তির !
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়াঙ্কাকে এত দামি উপহার দিয়ে কি প্রোপোজ করলেন নিক ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement