#মুম্বই: পোশাক হোক কী জুতো কী ব্যাগ কী গয়না! ডিজাইনার পোশাক বা অ্যাক্সেসরিজ ছাড়া সেলেব্রিটিদের একটা মুহূর্তও চলে না! বাদ যান না বলিউডের তারকারাও! দীপিকা পাড়ুকোনের কথাই ধরা যাক না কেন! তাঁর এক-একটা স্টাইল স্টেটমেন্ট মাইলস্টোন তৈরি করে! তবে জানেন কি, তাঁর একটা ব্যাগের দাম কত ? হলফ করে বলা যায়, শুনলে চোখ কপালে উঠবে!
হ্যান্ডব্যাগের প্রতি বলি নায়িকাদের একটা অন্যরকম প্যাশন রয়েছে। কেউ ইতালি, কেউ বা ফরাসি ডিজাইনারের ডিজাইন করা ব্যাগ ব্যবহার করে 'টক অফ দ্য টাউন' হয়ে ওঠেন । সম্প্রতি বান্দ্রায় 'পিকু' স্টারের হাতে দেখা গেল একটি ডিজাইনার টোটে ব্যাগ। নিঃসন্দেহে কুল! সাদা,কালো আর নীল কম্বিনেশনের, 'সেলিন' ব্র্যান্ডের। দীপিকাকে ওই ব্যাগটি নিয়ে দেখার পরই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ঝড় বয়ে যেতে থাকে! বিষয়? ব্যাগটির দাম! আর অবশেষে যখন ব্যাগটির দাম জানা গেল, তখন জনগণের মাথায় হাত! দেখতে নিতান্তই সাধারণ ওই টোটে ব্যাগটির দাম প্রায় আড়াই লক্ষ টাকা। সাধে কী তিনি 'পদ্মাবতী'?
আরও পড়ুন-