হোম /খবর /বিনোদন /
জমিয়ে নাচলেন দিশা! ভিডিও ভাইরাল হল নিমেষে, দেখুন

জমিয়ে নাচলেন দিশা! ভিডিও ভাইরাল হল নিমেষে, দেখুন

disha patani dance

disha patani dance

দিশার নাচ দেখে তাঁর বিশেষ বন্ধু টাইগারও করলেন দারুণ কমেন্ট৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: মলদ্বীপে সময় কাটাচ্ছেন দিশা পাটানি৷ ইতিমধ্যেই সমুদ্র সৈকতে তাঁর স্বল্পবাসের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে৷ তবে সেই সঙ্গে আরও একটি ভিডিও ভাইরাল রয়েছে অভিনেত্রীর৷ কার্ডি বি অ্যান্ড মেগান থ্রি স্ট্যালিয়নের ওয়েপ (WAP) গানের সঙ্গে দিশার নাচ সকলের খুব পছন্দ হয়েছে৷ ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড হতেই সাড়া মিলেছে প্রচুর৷ কমলা রঙের ট্যাঙ্ক টপ, কাটআউট সোয়েট শার্ট এবং রিপড জিন্সে মার্কাটারি নেচে জমিয়ে দিয়েছেন দিশা৷ তিনি ভাল নাচেন, তবে এই ভিডিওটি যেন আরও একবার মনে করিয়ে দিল যে দিশা দুর্দান্ত নাচেন৷ এবং অন্য অনেক নৃত্য পটিয়সী বলি অভিনেত্রীকে চ্যালেঞ্জ দিতে পারেন তিনি৷

এই ভিডিও দেখে শুধু ভক্তরা মুগ্ধ এমন নয়, দিশার বিশেষ বন্ধু টাইগার শ্রফও তারিফ করেছেন৷ টাইগার নিজেও দুরন্ত নাচিয়ে৷ বিভিন্ন ধরণের ডান্স মুভ তিনি করতে পারেন অনায়সে৷ দিশার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক, এমন গুজব বহুদিন ধরে চলেছিল বলিউডে৷ তবে সেই প্রেম ভেঙেছে৷ এমন কথাও শোনা গিয়েছে৷ যদিও দু’জনের বন্ধুত্ব ভাঙেনি৷ তাই তো দিশার নাচ দেখে মুগ্ধ হয়েছেন টাইগার৷ জনসমক্ষে প্রসংশাও করেছেন৷ শুধু টাইগার নন, তাঁর বোন কৃষ্ণাও ভরিয়েছেন প্রসংশায়৷

নাচতে খুব ভালবাসেন দিশা৷ বিভিন্ন গানের সঙ্গে নেচে ভিডিও পোস্ট করেন তিনি৷ তাই তো বলিউডে জনপ্রিয়তার পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বিপুল জনপ্রিয়৷ আপাতত মলদ্বীপে তাঁর লাল বিকিনির ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়৷ মালাং ছবিতে শেষবার দেখা গিয়েছে দিশাকে৷ বক্স অফিসে ভাল সাড়াও মিলেছিল৷

Published by:Pooja Basu
First published:

Tags: Disha Patani