ইদে বক্সঅফিসে সুলতানদের টক্করের জন্য তৈরি থাকুন

Last Updated:

এই ইদে বক্সঅফিসে সুলতান ক্ল্যাশ ৷ অর্থাৎ দুই সুলতানের লড়াইয়ে জমে উঠবে সিলভার স্ক্রিন ৷ একজন টলিউডের সুলতান, অন্যজন বলিউডের ৷

#কলকাতা: এই ইদে বক্সঅফিসে সুলতান ক্ল্যাশ ৷ অর্থাৎ দুই সুলতানের লড়াইয়ে জমে উঠবে সিলভার স্ক্রিন ৷ একজন টলিউডের সুলতান, অন্যজন বলিউডের ৷ এই ইদেই মুক্তি পাবে অভিনেতা জিৎ-এর ছবি সুলতান দ্য সেভিয়ার ৷ অন্যদিকে মুক্তি পাবে সলমনের রেস থ্রি ৷
Photo Courtesy : Instagram Handle/Jeet Photo Courtesy : Instagram Handle/Jeet
advertisement
সুলতান দ্য সেভিয়ার ছবির পোস্টার রিলিজ করলেন স্বয়ং জিৎ ৷ কিছুদিন আগেই নিজের ছবির ধমাকাদার ট্রেলর রিলিজ করেছেন সলমন খান ৷ তাঁর ছবি রেস থ্রির মুক্তিও পাবে ইদে ৷ তাই বক্স অফিসে বলিউড ও টলিউডের হিরোর লড়াই হবে ভালই ৷ আর দর্শক উপভোগ করবেন দু দুটি অ্যাকশন প্যাকড ছবি ৷
advertisement
Photo Courtesy : Twitter Handle/Salman Khan Photo Courtesy : Twitter Handle/Salman Khan
সুলতান দ্য সেভিয়ার ছবির বিভিন্ন লুক ইতিমধ্যেই তুলে ধরেছেন জিৎ ৷ এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশের নায়িকা মিম এবং প্রিয়াঙ্কা সরকার ৷ অবশ্যই জিৎ ভক্তদের এই ছবির দিকে নজর তো থাকবেই ৷ অন্যদিকে সলমন খান ৷তাঁর ছবি রেস থ্রিতে তিনি ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন, ডেইজি শাহ আরো অনেকে ৷ অর্থাৎ একগুচ্ছ তারকাকে একসঙ্গে রেস থ্রি ছবিতে নিয়ে আসছেন পরিচালক রেমো ডি সুজা ৷ রেস মানেই যে ছবিতে থাকবে অ্যাকশন, সেটা নিয়ে কোন সন্দেহ নেই ৷ তাই ভরপুর অ্যাকশন ছবি নিয়ে ইদে জমজমাট ফিল্মি বাজার ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইদে বক্সঅফিসে সুলতানদের টক্করের জন্য তৈরি থাকুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement