ইদে বক্সঅফিসে সুলতানদের টক্করের জন্য তৈরি থাকুন
Last Updated:
এই ইদে বক্সঅফিসে সুলতান ক্ল্যাশ ৷ অর্থাৎ দুই সুলতানের লড়াইয়ে জমে উঠবে সিলভার স্ক্রিন ৷ একজন টলিউডের সুলতান, অন্যজন বলিউডের ৷
#কলকাতা: এই ইদে বক্সঅফিসে সুলতান ক্ল্যাশ ৷ অর্থাৎ দুই সুলতানের লড়াইয়ে জমে উঠবে সিলভার স্ক্রিন ৷ একজন টলিউডের সুলতান, অন্যজন বলিউডের ৷ এই ইদেই মুক্তি পাবে অভিনেতা জিৎ-এর ছবি সুলতান দ্য সেভিয়ার ৷ অন্যদিকে মুক্তি পাবে সলমনের রেস থ্রি ৷
advertisement
সুলতান দ্য সেভিয়ার ছবির পোস্টার রিলিজ করলেন স্বয়ং জিৎ ৷ কিছুদিন আগেই নিজের ছবির ধমাকাদার ট্রেলর রিলিজ করেছেন সলমন খান ৷ তাঁর ছবি রেস থ্রির মুক্তিও পাবে ইদে ৷ তাই বক্স অফিসে বলিউড ও টলিউডের হিরোর লড়াই হবে ভালই ৷ আর দর্শক উপভোগ করবেন দু দুটি অ্যাকশন প্যাকড ছবি ৷
advertisement
সুলতান দ্য সেভিয়ার ছবির বিভিন্ন লুক ইতিমধ্যেই তুলে ধরেছেন জিৎ ৷ এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশের নায়িকা মিম এবং প্রিয়াঙ্কা সরকার ৷ অবশ্যই জিৎ ভক্তদের এই ছবির দিকে নজর তো থাকবেই ৷ অন্যদিকে সলমন খান ৷তাঁর ছবি রেস থ্রিতে তিনি ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন, ডেইজি শাহ আরো অনেকে ৷ অর্থাৎ একগুচ্ছ তারকাকে একসঙ্গে রেস থ্রি ছবিতে নিয়ে আসছেন পরিচালক রেমো ডি সুজা ৷ রেস মানেই যে ছবিতে থাকবে অ্যাকশন, সেটা নিয়ে কোন সন্দেহ নেই ৷ তাই ভরপুর অ্যাকশন ছবি নিয়ে ইদে জমজমাট ফিল্মি বাজার ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2018 2:51 PM IST