#মুম্বই : গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১২ তম মরশুম (Indian Idol Season 12) শুরু হয়ে গেছে ৷ এর নতুন প্রোমোও বাজারে এসে গেছে৷ এই বারের শো-তেও বিচারক বিশাল দদলানি (Vishal Dadlani), হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya) , ও নেহা কক্কর (Neha Kakkar)-র সঙ্গে শো হোস্ট করছেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)৷
ভিডিও তে দেখা যাচ্ছে আদিত্য নারায়ণ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নেহা কক্করের সঙ্গে মস্তি করছে৷ দুজনেই নিজের নিজের বিয়ের আগে যেভাবে মস্তি করতেন ঠিক একইভাবে বিয়ের পরেও নিজেদের মধ্যে সেই আন্দাজ জারি ছিল৷
অনুষ্ঠান সম্প্রচারকারী চ্যানেল এই নতুন ভিডিও শেয়ার করেছে৷ ভিডিওতে আদিত্য নারায়ণ নেহা কক্করকে বলেছে, 'वो जिन्हें मैंने अपनी शादी में तो बुलाया लेकिन, वह मेरी खुशी अपनी आंखों से नहीं देखनना चाहती थीं. जलकुकड़ी जज नेहा कक्कड़.' -অর্থাৎ ইনি সে যাঁকে আমি নিজের বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু উনি আমার খুশি নিজের চোখে দেখতে পারেননি, হিংসুটি নেহা কক্কর৷ দেখে নিন ঠিক কি হয়েছিল শো-তে৷
View this post on Instagram
এটা শোনার পরেই নেহা কক্করের সঙ্গে সঙ্গে বিশাল দদলানি আর হিমেশ রেশমিয়াও হাসিতে ফেটে পড়েন৷ আদিত্য নারায়ণের কথার উত্তর দেন তিনি৷ তিনি বলেন, 'हां, जैसे तुम मेरी शादी में. कहां थे तुम, आए ही नहीं. तुम आए क्या?' অর্থাৎ যেমন আমার বিয়েতে তুমি এলেই না, এসেছিলে কি? এর উত্তরে শাহরুখ খানের আন্দাজে তিনি বলেন, যেমন DDLJ তে শাহরুখ খান জানিয়েছিলেন আমি আসব না৷
আদিত্য এরআগে হিমেশ রেশমিয়াকে বলেন, শুনেছি আপনার প্রতিবেশীর বিয়েতে কাঙালের দশা ছিল, গেস্টরা নিজেরাই নিজেদের চিপস, বোঁদে, সিঙারা আনতে হয়েছিল৷ এই শুনে নেহা বলেন কি ভুলভাল বকছো? আদিত্য এরপর বলেন জাস্টিন বিবার ও এবি ডিভিলিয়ার্স আমার বিয়েতে নাগিন ডান্স করেছিলেন৷ তাতে নেহার বাবা বলেন তাঁদের থামতে আর বিয়েটা হতে দিতে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aditya Narayan, Gossip, Neha Kakkar, Wedding