রাস্তায় ঘুরে বেড়াচ্ছে প্রেতাত্মা! ভয়ানক ভয়ের ভিডিও পোস্ট করে যা বললেন একতা কাপুর

Last Updated:

একা রাতে যাঁরা শুতে যান তাঁরা এই ভিডিও দেখবেন না...

#কলকাতা: অতিপ্রাকৃত, আদি ভৌতিক, ভৌতিক এরকম নানা শো  (Supernatural shows) , ফিল্ম মানুষের দেখতে বেশ ভালো লাগে৷ নিজের ঘরের সোফা হোক কিম্বা সিনেমা হলের ব্যালকনি পপর্কন হাতে মিথ্যে ভয় পাওয়ার অনুভূতিতে কাঁপার মজা অনেকেই নেন৷ কিন্তু সত্যি যদি অতি প্রাকৃতের সঙ্গে মুখোমুখি হতে হয় তাহলে কি বিষয়টা এতটাই মজার হয়! না বোধহয় ৷ টেলিসোপের দুনিয়ার তারকা ডিরেক্টর একতা কাপুর সম্প্রতি শিউরে ওঠার মতো এক ভিডিও পোস্ট করেছেন৷ নিজের বিশাল ভয় পাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জিতেন্দ্রর কন্যা৷
এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্ধকার ও ফাঁকা রাস্তায় একটি মানুষের ধরণের কিছু হেঁটে বেড়াচ্ছে৷ ভিডিওটি ঝাড়খণ্ডের  (Jharkhand)  হাজারিবাগের৷
একতা কাপুর (Ekta Kapoor) সোশ্যাল মিডিয়ায় (Social Media) দারুণ অ্যাক্টিভ৷ সেখানে অনেক সময়েই নিজের ফটো, ভিডিও পোস্ট করেন তিনি৷ সবে সবেই তিনি একটি ভিডিও শেয়ার করেছেন৷ সেই ভিডিও দেখে শিহরিত হয়ে উঠছেন দর্শকরা৷ ভিডিও দেখে কেউ একে ভিন গ্রহের প্রাণী অর্থাৎ অ্যালিয়েন, কেউ এটাকে ভুত, কেউ একে জম্বি বলছেন৷ একতা নিজেই জানিয়েছেন এই ভিডিও দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে৷
advertisement
advertisement
একতা এই ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ‘‘যাঁরা একা শোন তাঁদের জন্য এটা খুবই ভয়ের৷ ’’
View this post on Instagram

A post shared by Erk❤️rek (@ektarkapoor)

advertisement
ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি আজব ভিডিও এই চর্চার বিষয়৷ যারা এই ভিডিও দেখছেন তারাই এই আতঙ্কের ভিডিও শেয়ার করে দিচ্ছেন৷ একতার পোস্টে কিছু মানুষ লিখেছেন তারা এই ভিডিও দেখে ভয় পেয়ে গেছেন৷
কেউ আবার লিখেছেন এটা স্পেশাল এফেক্ট৷ কেউ আবার বলেছেন এটা কারোর বদমাইশি৷ এর আগে তিনি নিজের ইনস্টাগ্রামে ৩০ মে ২০১১ শুরু হওয়া ১০ বছর আগের ভিডিও পোস্ট হচ্ছে৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাস্তায় ঘুরে বেড়াচ্ছে প্রেতাত্মা! ভয়ানক ভয়ের ভিডিও পোস্ট করে যা বললেন একতা কাপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement