এবার প্রতিবেশী অমিতাভ, ৬০ কোটি বাংলো কিনে বলিউডের নতুন গসিপ অজয়-কাজল

Last Updated:

৬০ কোটি টাকার বাংলো কিনে এখন নতুন ‘রইস’ অজয়-কাজল!

#মুম্বই: ‘এক বাংলা বনে প্যায়ারা, ছোটা সা বাংলা, চাঁদি কা জঙ্গলা’- এই গান পুরনো দিনের মানুষের গলায় অনেকেই শুনেছেন৷ গত বছর থেকে যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে লোকের চাকরি বাঁচানোই বড় দায় হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু বলিউডি সেলিব্রিটিদের (Bollywood Celebs)  দেখে সে কথা মনে হয় সে সম্ভবনা নেই৷ তাঁরা দিব্যি নিজেদের স্বপ্ন পূরণ করেই যাচ্ছেন৷ অমিতাভ বচ্চন, অর্জুন কাপুর  (Arjun Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt), সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) -র পর এই তালিকায় যুক্ত হল অজয় দেবগণের (Ajay Devgn) নাম৷ তিনি একেবারে অমিতাভ বচ্চনের  (Amitabh Bachchan)  প্রতিবেশী হয়ে গেলেন৷ তিনি সদ্য সদ্যই নতুন বাংলো কিনলেন৷
অজয় দেবগণ  (Ajay Devgn)যে বিশাল, বিলাসবহুল বাংলো কিনেছেন তার দাম ৬০ কোটি টাকা৷ জুহুতে এই বাংলো কিনেছেন তিনি৷ তাঁর বাড়ি শিবশক্তি থেকে খুব বেশি দূরে নয় এই বাংলো৷
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি অজয় দেবগণের মুখপাত্র এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন৷  এই বিলাসবহুল বাংলোর দাম নিয়ে গুঞ্জন -ফিসফাস সবই চলছে৷  আন্দাজ করা হচ্ছে এই বাংলোর দাম ৬০ কোটি টাকা৷
advertisement
advertisement
শোনা যায় গত বছর থেকেই অজয় দেবগণ ও কাজল গত এক বছর ধরে মনোমত একটা বাংলো খুঁজছিলেন৷ তাঁরা গতবছরের শেষে ৫৯০ স্কোয়ার গজের সম্পত্তিকে চূড়ান্ত দেন৷ কপোল কোঅপারেটিভ হাউসিং সোসাইটি ৭ মে বাংলো বিনা বীরেন্দ্র দেবগণ ওরফে অজয় দেবগণের নামে ট্রান্সফার করে দিয়েছে৷ অজয় দেবগণের প্রতিবেশী হিসেবে রয়েছে অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন৷ সম্প্রতি অমিতাভ বচ্চন একটি ৩১ কোটি টাকার অ্যাপার্টমেন্ট রয়েছে৷ মেগাস্টার ২০২০-র ডিসেম্বরে প্রপার্টি কিনেছেন৷ এটা ২০২১ এ এপ্রিল মাসে রেজিস্ট্রেশন করানো হয়৷ তার জন্য ৬২ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার প্রতিবেশী অমিতাভ, ৬০ কোটি বাংলো কিনে বলিউডের নতুন গসিপ অজয়-কাজল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement