বাস্তবেই বীর্য দান করেছি, স্বীকার করে নিলেন আয়ুষ্মান খুরানা

Last Updated:
#মুম্বই: ‘ভিকি ডোনার’ ছবিটির কথা নিশ্চয় মনে রয়েছে ৷ ‘ভিকি অরোরা’ নামে একটি পঞ্জাবি ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা ৷ যিনি স্পার্ম ডোনেট করেন ৷
তাঁর স্পার্ম দিয়ে প্রায় ৫৩ জন মহিলা গর্ভবতী হন ৷ কিন্তু তাঁর স্ত্রী কনসিভ করতে পারে না ৷ এরপরেই ভিকি’র স্পার্ম ডোনেটের কাহিনি ফাঁস হয় ৷ এ বার নিজের জীবনের কিছু গোপন কথা সামনে আনলেন সেই ‘ভিকি’র চরিত্রের অভিনেতা আয়ুষ্মান ৷ সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন আয়ুষ্মান খুরানা এবং ভিকি কৌশল ৷
advertisement
দু’জনের জন্যই এই বছর বড্ড ভাল ৷ তাঁদের দু’জনের পারফর্ম্যান্স বিপুলভাবে প্রশংসিত হয়েছে ৷ আর সেই কারণেই করণ আয়ুষ্মান এবং ভিকিকে একসঙ্গে আনা হয়েছিল ৷ আর সেখানেই বিস্ফোরক কথা বলেন আয়ুষ্মান ৷ তিনি জাানান, বাস্তবেই স্পার্ম ডোনেট অর্থাৎ বীর্য দান করেছেন ৷ আর সে কথা পরিচালক সুজিত সরকারকে তিনি বলেওছেন ৷ আর যে সময় আয়ুষ্মান এই কথাগুলো সুজিত সরকারকে বলছিলেন, সে সময় ওই কথা শুনে চেয়ার থেকে পড়ে যান পরিচালক ৷
advertisement
advertisement
আয়ুষ্মানের কাছ থেকে এই কথা শোনার পর শোতে আসা ভিকি কৌশলকেও জিজ্ঞাসা করেন করণ যে, তিনি ‘স্পার্ম ডোনেট’করেছেন কিনা ৷ ভিকি কৌশল ঘাড় নেড়ে উত্তর দেন না ৷ আর এরপরেই ভিকি কৌশশের উদ্দেশে মজা করে আয়ুষ্মান বলেন, ‘‘ওঁর স্পার্ম প্রচন্ড দামী ৷ তাই ভিকি দান করতে চায় না ৷ সামলে রাখতে চায় ৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাস্তবেই বীর্য দান করেছি, স্বীকার করে নিলেন আয়ুষ্মান খুরানা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement