বাস্তবেই বীর্য দান করেছি, স্বীকার করে নিলেন আয়ুষ্মান খুরানা
Last Updated:
#মুম্বই: ‘ভিকি ডোনার’ ছবিটির কথা নিশ্চয় মনে রয়েছে ৷ ‘ভিকি অরোরা’ নামে একটি পঞ্জাবি ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা ৷ যিনি স্পার্ম ডোনেট করেন ৷
তাঁর স্পার্ম দিয়ে প্রায় ৫৩ জন মহিলা গর্ভবতী হন ৷ কিন্তু তাঁর স্ত্রী কনসিভ করতে পারে না ৷ এরপরেই ভিকি’র স্পার্ম ডোনেটের কাহিনি ফাঁস হয় ৷ এ বার নিজের জীবনের কিছু গোপন কথা সামনে আনলেন সেই ‘ভিকি’র চরিত্রের অভিনেতা আয়ুষ্মান ৷ সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন আয়ুষ্মান খুরানা এবং ভিকি কৌশল ৷
advertisement
দু’জনের জন্যই এই বছর বড্ড ভাল ৷ তাঁদের দু’জনের পারফর্ম্যান্স বিপুলভাবে প্রশংসিত হয়েছে ৷ আর সেই কারণেই করণ আয়ুষ্মান এবং ভিকিকে একসঙ্গে আনা হয়েছিল ৷ আর সেখানেই বিস্ফোরক কথা বলেন আয়ুষ্মান ৷ তিনি জাানান, বাস্তবেই স্পার্ম ডোনেট অর্থাৎ বীর্য দান করেছেন ৷ আর সে কথা পরিচালক সুজিত সরকারকে তিনি বলেওছেন ৷ আর যে সময় আয়ুষ্মান এই কথাগুলো সুজিত সরকারকে বলছিলেন, সে সময় ওই কথা শুনে চেয়ার থেকে পড়ে যান পরিচালক ৷
advertisement
advertisement
There's a bromance brewing next week on #KoffeeWithKaran with @ayushmannk and @vickykaushal09. #KoffeeWithVicky #KoffeeWithAyushmann pic.twitter.com/gAXcHPc9Wd
— Star World (@StarWorldIndia) December 9, 2018
আয়ুষ্মানের কাছ থেকে এই কথা শোনার পর শোতে আসা ভিকি কৌশলকেও জিজ্ঞাসা করেন করণ যে, তিনি ‘স্পার্ম ডোনেট’করেছেন কিনা ৷ ভিকি কৌশল ঘাড় নেড়ে উত্তর দেন না ৷ আর এরপরেই ভিকি কৌশশের উদ্দেশে মজা করে আয়ুষ্মান বলেন, ‘‘ওঁর স্পার্ম প্রচন্ড দামী ৷ তাই ভিকি দান করতে চায় না ৷ সামলে রাখতে চায় ৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2018 1:48 PM IST