ছুটে আসছে ক্যামেরা, দু’হাত দিয়ে আগলে মালাইকাকে বাঁচালেন অর্জুন
Last Updated:
এতদিন বেশ চলছিল গোপনে-গোপনে ৷ কিন্তু এখন আর কোনও রাখঢাক নেই ৷
#মুম্বই: মাখো-মাখো প্রেম করছেন অর্জুন কাপুর আর মালাইকা আরোরা ৷ শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি ১২ বছরের বড় মালাইকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুন ৷ বহুদিন ধরেই বলিউডে অর্জুন-মালাইকা প্রেমের গুঞ্জন চলছিলই ৷ নিন্দুকের মতে, অর্জুনের জন্যই নাকি আরবাজ খানের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন মালাইকা ৷ এবার শুধু চার হাত এক হওয়ার পালা ৷
এতদিন বেশ চলছিল গোপনে-গোপনে ৷ কিন্তু এখন আর কোনও রাখঢাক নেই ৷ প্রকাশ্যেই হাত ধরাধরি করে ঘুরছেন লভ বার্ডস ৷ দিওয়ালি পার্টিতেও একসঙ্গে হাজির যুগলে ৷ এয়ারপোর্টেও ক্যামেরাবন্দী হয়েছেন মালাইকা-অর্জুন ৷ এবার তো একেবারে রক্ষণাত্মক অবতারে আসরে নামলেন মিস্টার কাপুর ৷ পাপারাৎজিদের হাত থেকে হবু স্ত্রীকে বাঁচাতে প্রায় জড়িয়ে ধরলেন তিনি ৷
advertisement
মঙ্গলবার দিওয়ালি স্পেশ্যাল ডিনারে গিয়েছিলেন দু’জন ৷ সাদা স্লিভলেস ট্যাঙ্ক টপ ও জিনসে মালাইকা ছিলেন একেবারে ক্যাজুয়াল লুকে ৷ অর্জুন পরেছিলেন সাদা-কালো গ্রাফিক হুডি ৷ মুম্বইয়ের বান্দ্রায় এক অভিজাত রেস্তোরাঁর সামনে তাঁকে দেখতে পেয়েই ছেঁকে ধরলেন ক্যামেরাম্যানরা ৷ ঠিক তখনই প্রেমিকাকে বাঁচাতে গিয়ে দু’হাত দিয়ে তাঁকে আগলে রাখতে দেখা গেল অর্জুনকে ৷
advertisement
advertisement
View this post on InstagramArjun Kapoor takes Malaika Arora on a dinner date. @InstantBollywood . . #arjunkapoor #malaikaarora
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2018 2:57 PM IST