Sonam Kapoor: তাড়াতাড়ি বিছানায় এস! স্বামীর পোস্টে সোনমের কমেন্টে তোলপাড়, দেখুন

Last Updated:

এই দুষ্টু মিষ্টি কমেন্টের মাধ্যমেই তিনি (Sonam Kapoor) বুঝিয়ে দিলেন যে কতটা তিনি কতটা ডুবে রয়েছেন আনন্দের (Anand Ahuja) প্রেমে!

#মুম্বই: তৃতীয় বিবাহবার্ষিকীতে সোনম-আনন্দের কোনও পোস্ট ছিল না৷ কিন্তু তারপরই একটি রোম্যান্টিক পোস্ট করেন আনন্দ৷ তবে সেই পোস্টে সোনমের কমেন্ট সকেলর মন জয় করেছে৷ ২০১৮এ বিয়ে করেন সোনম-আনন্দ৷ এরপর থেকে নটিং হিং-এ থাকতে শুরু করেন সোনম৷ অবশ্যই মাঝেমধ্যে দেশে আসেন দু’জনে৷ বিয়ের তিন বছর পার করে সুখে দাম্পত্য করছেন সোনম-আনন্দ৷ এবার তৃতীয় বিবাহবার্ষিকীতে কেউ তেমন কোনও উৎসাহ দেখাননি৷ অন্তত সোশ্যাল মিডিয়ায়৷ তবে ১৮ দিন পর একটি আবেগে ভরা ছবি পোস্ট করেন আনন্দ৷ সোনম যে তাঁর কতটা প্রিয় এবং আপন, সেটা বোঝাতেই এই পোস্ট৷
হাতে হাত দিয়ে দু’জনে হেঁটে চলেছেন রাস্তা, সোনম ও আনন্দ৷ এমনই একটি ছবি পোস্ট করেন আনন্দ৷ তিনি লেখেন যেহেতু বিবাহবার্ষিকীকে কোনও কিছু জানানো হয়নি, তাই এখন এই পোস্ট৷ এতেই সোনম খুব সুন্দর একটি কমেন্ট করেন৷ তিনি লেখেন...লাভ ইউ, লাভ ইউ, এখন বিছানায় এসো!
advertisement
এই লেখাতেই একেবারে সব নেটাগরিকদের মন জয় করে নেন সোনম৷ এই দুষ্টু মিষ্টি কমেন্টের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিলেন যে কতটা তিনি কতটা ডুবে রয়েছেন আনন্দের প্রেমে! তারপর থেকেই সোনমের এই লেখা নিয়ে শুরু হয়েছে মজাদার চর্চা৷
advertisement
এর আগে একটি সাক্ষাৎকারে আনন্দ জানিয়েছেন যে, দু’দেশে থাকলেও একসঙ্গে চেষ্টা করেন নৈশ্যভোজ করার৷ কারণ বিয়ে মানে শুধু দু’টি মানুষ কাছাকাছি আসা নয়, একসঙ্গে দু’জনের টিকে থাকাও৷
advertisement
সোনম ও জানান যে আনন্দ ও তাঁর বেড়ে ওঠার ধরন একেবারেই আলাদা ছিল৷ এবং সেই কারণেই তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়৷ তাঁদের মধ্যে বন্ধনও অটুট৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonam Kapoor: তাড়াতাড়ি বিছানায় এস! স্বামীর পোস্টে সোনমের কমেন্টে তোলপাড়, দেখুন
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement