Kartik Aaryan COVID19: বড় মাপের প্রস্তুতি নিচ্ছেন কার্তিক আরিয়ান, তার মধ্যেই করোনা আক্রান্ত নায়ক
- Published by:Pooja Basu
Last Updated:
হাতে ভর্তি ছবির কাজ নিয়েই ক্ষান্ত হচ্ছেন না অভিনেতা। তাঁর কেরিয়ার ছুটছে উল্কা গতিতে।
#মুম্বই: কী লকডাউনের আগে আর কী লকডাউনের পরে, কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সময় বেশ ভালই যাচ্ছে। এমনিতেই বিশাল মাপের দু'টি হিট ছবির সিকোয়েল তিনি ইতিমধ্যেই বাগিয়ে ফেলেছেন। হাতে রয়েছে বড় ব্যানারের আরও কিছু ছবিও। আগামী দিনে আরও একটি বড় কোনও প্রোজেক্ট তিনি করছেন আর তাঁর ইঙ্গিতও দিলেন খুব সুন্দর ভাবে। সম্প্রতি কার্তিক Instagram হ্যান্ডলে একটি ছবি দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে যে নিজের জিম প্রশিক্ষক সমীর জুয়ারার সঙ্গে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছেন তিনি। তিনি যে জিমেই দাঁড়িয়ে আছেন সেটা ছবিতে স্পষ্ট। তাহলে কি কার্তিক এমন কোনও ছবি করছেন যেখানে কঠিন কোনও শরীরচর্চার প্রয়োজন আছে? এই প্রশ্ন যখন উঠছে, তখনই খবর এল যে তিনি করোনা আক্রান্ত৷ আপাতত সব কাজ ফেলে সম্পূর্ণ আইসোলেশনে থাকতে হবে তাঁকে৷
এসবের মধ্যেই কার্তিক হাল্কা করে ইঙ্গিত দিয়েছেন যে বড় কোনও ছবির জন্যই তিনি নিজেকে তৈরি করছেন৷ করোনা থেকে সেরে উঠে ফের শরীরচর্চাতেই মন দেবেন তিনি৷
এক সময়ে অনেক ছোট বড় ছবি করার পর কার্তিকের জীবনে একটা ঘুরে দাঁড়ানো মুহূর্ত আসে। পেয়ার কা পাঞ্চনামা (Pyaar Ka Punchnama) ছবিটি বক্স অফিসে সাফল্য পায়। এর পর ছবির সিকুয়েলেও কাজ করেন তিনি। ভুলভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) আর দোস্তানা ২ (Dostana 2) এ কাজ করছেন কার্তিক। যদিও এর আগে ইমতিয়াজ আলির (Imtiaz Ali) ছবি লাভ আজ কাল ২ (Love Aaj Kal 2) এ কাজ করার অভিজ্ঞতা একদমই সুখকর হয়নি তাঁর জন্য। এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
advertisement
advertisement
advertisement
এছাড়াও তিনি করছেন ধমাকা (Dhamaka)। যার লুক নিয়ে ইতিমধ্যেই নেট-জগতে ভালোই চর্চা হচ্ছে। ধমাকা মুক্তি পাবে Netflix-এ। আর শুধু এইটুকুর জন্যই আলাদা করে সাত কোটি টাকা নিয়েছেন কার্তিক। হাতে ভর্তি ছবির কাজ নিয়েই ক্ষান্ত হচ্ছেন না অভিনেতা। তাঁর কেরিয়ার ছুটছে উল্কা গতিতে। রয়েছে অসংখ্য ব্র্যান্ড-এর বিজ্ঞাপনের কাজও। আর ব্যক্তিগত জীবন? সেখানেও ভালো লুকাছুপি খেলছেন তিনি! সারা আলি খান (Sara Ali Khan), অনন্যা পাণ্ডে (Ananya Pandey) পার হয়ে জাহ্নবী কাপুরের (Jahnvi Kapoor) নদীতে আপাতত তাঁর নৌকো এসে থেমেছে। এর পর আর কী কী ধমাকা হবে, সেটা সময়ই বলবে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2021 9:14 PM IST