কিরণের সঙ্গে প্রায়ই স্নান করি, কামড়ের দাগও মেক-আপে ঢাকি না, ভিডিওতে বিস্ফোরক আমির
Last Updated:
#মুম্বই: ‘কফি উইথ করণ’-এ এসে তারকারা তাঁদের জীবনের বিস্ফোরক সমস্ত তথ্য দিয়ে দেন ৷ আর তা নিয়ে গোটা বছর ধরে চর্চা হতে থাকে ৷ এই তো এবার করণ জোহরের সামনে বসে এমন কথা শোনালেন মিস্টার পারফেশনিস্ট আমির খান, যাতে স্তম্ভিত অনেকেই ৷
কিন্তু কী এমন বললনে আমির?
‘কফি উইথ করণ’-এ একটা সময় করণ জানতে চেয়েছিলেন নিরীহ ভাবে- আমির কখনও কারও সঙ্গে শাওয়ারে স্নান করেছেন কি না! দেখা গেল, প্রত্যাশার চেয়ে বেশি জমাটি উত্তর দিয়েছেন নায়ক। জানিয়েছেন অক্লেশে- “হ্যাঁ, এটা তো আমি কিরণের সঙ্গে হামেশাই করে থাকি!” ভিডিও সাক্ষী- এমন অকপট স্বীকারোক্তিতে রীতিমতো থতমত খেয়েছেন করণ!
advertisement
advertisement
পরে সামলে নিয়ে জানতে চান- “আর লাভ বাইটস? ওগুলোকে কি মেক-আপ দিয়ে ঢেকে দাও?” “নাহ্, আমি কখনই লাভ-বাইটস মেক-আপ দিয়ে ঢাকি না”, আবার ছক্কা আমিরের!
Up next, @karanjohar will be in conversation with the elusive @aamir_khan! #KoffeeWithKaran #KoffeeWithAamir pic.twitter.com/It3Nex2II1
— Star World (@StarWorldIndia) October 28, 2018
advertisement
কিন্তু সব চেয়ে বিতর্কিত বোধ হয় শাহরুখ খান আর সলমন খানের মধ্যে কাকে বেছে নেবেন, তার উত্তর! জানতে চেয়েছিলেন করণ- এক নৌকোয় স্থান সঙ্কুলান না হলে এই দুই খানের মধ্যে কাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দেবেন আমির! আমিরের দুষ্টুমি-ভরা হাসি দিয়েই শেষ হয়ে যাচ্ছে ভিডিও, উত্তরটা তুলে রাখা হয়েছে শোয়ের জন্য়। একবার ওটাও দেখে নিন তো- বুঝতে পারছেন কাকে ধাক্কা দেবেন আমির?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2018 3:28 PM IST