#কলকাতা: সম্প্রতি ভারতীয় কারাওকে অ্যাপ স্টারমঞ্চ ('Made in India' karaoke app StarManch) রবীন্দ্রসঙ্গীতের উপর প্রথম বিশ্বমানের ডিজিটাল প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই বছর রবীন্দ্রজয়ন্তীর সূচনায় এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এই ডিজিটাল প্রতিযোগিতায় ভারত ছাড়াও ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ-সহ আরও বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে।
সম্প্রতি আগের ঘোষণা অনুযায়ী, স্টারমঞ্চ তার আসন্ন মিউজিক অ্যালবাম লঞ্চ করার পরিকল্পনা নিয়ে এবার প্রকাশ্যে এসেছে। গত মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সুরকার জয় সরকার (Joy Sarkar), কবি শ্রীজাত (Srijato), গায়ক শ্রীকান্ত আচার্য (Srikanta Acharya) এবং শ্রাবণী সেনের (Sraboni Sen) মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রতিযোগিতার সেরা তিন বিজয়ীদের নিয়ে এই কনফারেন্স আয়োজিত হয়েছে। এই প্রতিযোগিতার বিজয়ীরা হলেন সুকান্ত চট্টোপাধ্যায় (Sukanta Chatterjee), শাওলি ভট্টাচার্য (Shaoli Bhattacharya) এবং প্রধুমিতা বন্দ্যোপাধ্যায় (Pradhumita Banerjee)। এই বিশ্বমানের ডিজিটাল প্রতিযোগিতায় নানা দেশ থেকে মোট ১২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। রবীন্দ্রসঙ্গীত নিয়ে এই ধরনের বিশ্বমানের প্রতিযোগিতা এই প্রথম আয়োজিত হয়েছে।
এই প্রতিযোগিতার বিজয়ীদের জন্য দারুন আকর্ষণীয় পুরস্কারও রাখা হয়েছে। প্রথম বিজয়ী পাবেন ২৫ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী পাবেন ১৫ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ী পাবেন ১০ হাজার টাকা। এই প্রতিযোগিতার বিচারক ছিলেন গায়ক শ্রীকান্ত আচার্য এবং শ্রাবণী সেন। সাম্প্রতিক কোভিড মহামারীর প্রকোপে যখন সমগ্র বিশ্বের মানুষ গৃহবন্দী ছিলেন, তেমন এক সময়ে ডিজিটাল মাধ্যমে এমন রবীন্দ্রসাধনার প্রয়াস সত্যিই অনবদ্য। এই প্রতিযোগিতা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শ্রোতাদের কাছে এক অন্য আবেদন নিয়ে পৌঁছে গিয়েছিল সেই সময়ে।
বিজয়ীদের জন্য সবচেয়ে পুরস্কার তাঁরা স্টারমঞ্চের সঙ্গে তাঁদের মিউজিক অ্যালবাম লঞ্চ করতে পারবেন। তিন গায়কই এখন সেই স্বপ্ন দেখছেন।
স্টারমঞ্চের সিইও রণদীপ ভট্টাচার্য (Randeep Bhattacharya) জানিয়েছেন, "স্টারমঞ্চ প্রথমবারের মতো একটি রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম তৈরি করতে চলেছে৷ এই প্রতিযোগিতার বিজয়ীরাও এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই অ্যালবামের দায়িত্বে থাকবেন জয় সরকার, তাঁর সুরেও গান গাওয়ার সুযোগ পাবেন প্রতিযোগীরা।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Music, Rabindra Sangeet