শ্যুটিং ফ্লোরে ভূত, তাড়ালেন সল্লু !
Last Updated:
দেখুন দেখি কি কাণ্ড ! আজকাল সিনেমার শ্যুটিং ছেড়ে, ভূতও তাড়াতে হচ্ছে সলমনকে ! সিনেপর্দায় সলমনের ফুলে ওঠা পেশি দেখে, কেঁপে-ঝেঁপে অস্থির হন ভিলেন দল, আর সেই পেশিকেই এবার ভূত তাড়ানোর কাজে লাগালেন সল্লু মিয়াঁ ৷
#মুম্বই: দেখুন দেখি কি কাণ্ড ! আজকাল সিনেমার শ্যুটিং ছেড়ে, ভূতও তাড়াতে হচ্ছে সলমনকে ! সিনেপর্দায় সলমনের ফুলে ওঠা পেশি দেখে, কেঁপে-ঝেঁপে অস্থির হন ভিলেন দল, আর সেই পেশিকেই এবার ভূত তাড়ানোর কাজে লাগালেন সল্লু মিয়াঁ ৷ কেসটা ঘটেছে সলমনের নতুন ছবি ‘সুলতান’-এর শ্যুটিং ফ্লোরে ৷
রবিবার মধ্যরাতে ‘সুলতান’ ছবির শ্যুটিং শেষে ক্লান্ত হয়ে যে যার মতো হোটেল রুমে ঘুমতে গেলেন ৷ সলমন শুয়ে পড়লেন বাংলোতে ৷ রাত বাড়তেই শ্যুটিং ক্রুয়ের এক সদস্যের চিল চিৎকারে ঘুম ভাঙল সবার ৷ সেই সদস্য নাকি জানলার বাইরে দেখেছেন এক ভূত ! ভূতের কথা কানে গেল সলমনের ৷ সঙ্গে সঙ্গে বাংলো থেকে বেরিয়ে পৌঁছে গেলেন স্পটে ৷ ক্রু মেম্বারের কাছ থেকে সব কথা শুনে, বুঝিয়ে নিজের বাংলোতেও নিয়ে যেতে চাইলেন, আর পুরো শ্যুটিং ক্রুকে আসস্থ করলেন ‘জব সলমন হ্যায়, ডরনা নেহি !’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2015 5:41 PM IST