Pankaj Udhas Passes Away: প্রয়াত গজল নক্ষত্র পঙ্কজ উধাস, প্রেম-বিরহের সঙ্গীকে হারাল দেশের আট থেকে আশি! কাঁদছে দেশ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Pankaj Udhas Death News: লক্ষ লক্ষ মানুষের নস্টালজিয়ায় আঘাত দিয়ে চলে গেলেন সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস। ৭২ বছর বয়সে থমকে গেল গজল গায়কের কণ্ঠস্বর। ‘অউর আহিস্তা কি জিয়ে বাতে’র গায়ক আর নেই।
মুম্বই: কাঁদছে শৈশব, কাঁদছে যৌবন। কত লক্ষ লক্ষ মানুষের নস্টালজিয়ায় আঘাত দিয়ে চলে গেলেন সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস। ৭২ বছর বয়সে থমকে গেল গজল গায়কের কণ্ঠস্বর। ‘অউর আহিস্তা কি জিয়ে বাতে’র গায়ক আর নেই।
পরিবারের তরফে যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে, তাতে লেখা, ‘খুব ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, ২৬ ফেব্রুয়ারি দীর্ঘ অসুস্থতার কারণে পদ্মশ্রীপ্রাপ্ত পঙ্কজ উধাসের মৃত্যু হয়েছে।’
advertisement
গোটা ইন্ডাস্ট্রির কাছে এই দুসংবাদ এসে পৌঁছেছে আচমকা। শোকস্তব্ধ গানের জগৎ। গায়ক সোনু নিগম শোকবার্তা জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনু লিখেছেন, ‘আমার শৈশবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আজ হারিয়ে গিয়েছে। শ্রী পঙ্কজ উধাসজি, আমি আপনাকে চিরকাল মনে রেখে দেব। আপনি আর নেই, আমার মন মানছে না। ওম শান্তি।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 4:32 PM IST