#কলকাতা: রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) ও জেনেলিয়া (Genelia D'Souza) বলিউডের হট জুটি। তাঁরা এক সঙ্গে বেশ কতগুলি ছবিতে কাজ করেছেন। আর এই কাজের সূত্র ধরেই দু'জনের জীবনে আসে প্রেম। ২০০৩ সালে বলিউডে ডেবিউ করেন জেনেলিয়া 'তুঝে মেরি কসম' ছবি দিয়ে। তবে তাঁকে সকলে নজর করতে শুরু করে 'মস্তি', 'জানে তু ইয়া জানে না' ছবি গুলির মাধ্যমে। ওদিকে রিতেশের বলিউড ডেবিউ ছবি 'তুঝে মেরি কসম'। এই নায়ক-নায়িকার সিনেমা যাত্রা শুরু একই ছবি দিয়ে। আর তারপরেই ধীরে ধীরে প্রেম, বিয়ে। ২০১২ সালে জেনেলিয়াকে বিয়ে করেন রিতেশ। জেনেলিয়া শুধু বলিউড নয় তামিল, তেলেগু ছবিতেও বেশ জনপ্রিয়।
View this post on Instagram
বিয়ের পর অনেকটাই কাজ কমিয়ে দেন জেনেলিয়া। তাঁদের দুই সন্তানকে নিয়ে সুখের সংসার। বাড়িতে থেকেই নানা মজার ভিডিও বানান তাঁরা। যেগুলো দু'জনেই নিজেরদের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেন। এই দু'জনের প্রেম যতটা না তাঁর থেকেও বেশি দামি তাঁদের বন্ধুত্ব। একে অপরকে সব সময় চোখে হারান তাঁরা। বলিউডে সচরাচর এত প্রেম দেখা যায় না। প্রেমে আছেন মনে হলেও পরে অনেক সম্পর্কই ভেঙে গিয়েছে। যেমন হৃতিক-সুজান, মালাইকা-আরবাজ, আমির-রিনার মতো অনেক উদাহরণ আছে বলিটাউনে। কিন্তু রিতেশ জেনেলিয়া একেবারের এই ছকে পড়েন না।
View this post on Instagram
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anniversary, Riteish Deshmukh