রিতেশের কান কামড়ে দিলেন জেনেলিয়া! চলল চুমুর ঝড়! বিবাহবার্ষিকীর ভিডিও ভাইরাল

Last Updated:

এক সঙ্গে নয় বছর কাটিয়ে ফেললেন তাঁরা।

#কলকাতা: রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) ও জেনেলিয়া (Genelia D'Souza) বলিউডের হট জুটি। তাঁরা এক সঙ্গে বেশ কতগুলি ছবিতে কাজ করেছেন। আর এই কাজের সূত্র ধরেই দু'জনের জীবনে আসে প্রেম। ২০০৩ সালে বলিউডে ডেবিউ করেন জেনেলিয়া 'তুঝে মেরি কসম' ছবি দিয়ে। তবে তাঁকে সকলে নজর করতে শুরু করে 'মস্তি', 'জানে তু ইয়া জানে না' ছবি গুলির মাধ্যমে। ওদিকে রিতেশের বলিউড ডেবিউ ছবি 'তুঝে মেরি কসম'। এই নায়ক-নায়িকার সিনেমা যাত্রা শুরু একই ছবি দিয়ে। আর তারপরেই ধীরে ধীরে প্রেম, বিয়ে। ২০১২ সালে জেনেলিয়াকে বিয়ে করেন রিতেশ। জেনেলিয়া শুধু বলিউড নয় তামিল, তেলেগু ছবিতেও বেশ জনপ্রিয়।
View this post on Instagram

A post shared by Genelia Deshmukh (@geneliad)

advertisement
advertisement
বিয়ের পর অনেকটাই কাজ কমিয়ে দেন জেনেলিয়া। তাঁদের দুই সন্তানকে নিয়ে সুখের সংসার। বাড়িতে থেকেই নানা মজার ভিডিও বানান তাঁরা। যেগুলো দু'জনেই নিজেরদের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেন। এই দু'জনের প্রেম যতটা না তাঁর থেকেও বেশি দামি তাঁদের বন্ধুত্ব। একে অপরকে সব সময় চোখে হারান তাঁরা। বলিউডে সচরাচর এত প্রেম দেখা যায় না। প্রেমে আছেন মনে হলেও পরে অনেক সম্পর্কই ভেঙে গিয়েছে। যেমন হৃতিক-সুজান, মালাইকা-আরবাজ, আমির-রিনার মতো অনেক উদাহরণ আছে বলিটাউনে। কিন্তু রিতেশ জেনেলিয়া একেবারের এই ছকে পড়েন না।
advertisement
View this post on Instagram

A post shared by Genelia Deshmukh (@geneliad)

advertisement
View this post on Instagram

A post shared by Genelia Deshmukh (@geneliad)

advertisement
আজ তাঁদের বিয়ের জন্মদিন। অর্থাৎ অ্যানিভার্সারি। এক সঙ্গে নয় বছর কাটিয়ে ফেললেন তাঁরা। আর এই খুশির দিনে একটা ভিডিও তো করতেই হয় ভক্তদের জন্য। জেনেলিয়া তাঁর ইনস্টাতে একটি দারুণ মজার ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বাড়ির পোশাকে কিছু একটা কাজ করছেন রিতেশ। আর পিঁছন থেকে জড়িয়ে ধরে আছেন জেনেলিয়া। তারপর একের পর এক চুমু খেয়ে চলেছেন জেনেলিয়া। আর বিরক্ত হচ্ছেন রিতেশ। ভিডিওতে গান বাজছে, 'সাথিয়া তুনে ইয়ে ক্যয়া কিয়া' গানটি। ভীষণ মিষ্টি একটি ভিডিও। জেনেলিয়া পোস্টটি করে লিখেছেন, "ভালোবাসাকে খুঁজতে যেও না, সে নিজেই খুঁজে নেবে তোমায়। যা কপালে লেখা থাকে তাই হয়। তোমাকে ছাড়া আমার কোনও অস্তিত্ব নয়। আমার সবটুকু জুড়ে শুধু তুমি। আমি তোমার ভালোবাসায় পাগোল। হ্যাপি অ্যানিভার্সারি আমার ভালোবাসা।" এই ভিডিও দেখা মাত্রই এই দম্পতির প্রশংসা করেছেন নেটিজেনরা। সত্যিই তাঁর ভীষণ প্রাণবন্ত জুটি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিতেশের কান কামড়ে দিলেন জেনেলিয়া! চলল চুমুর ঝড়! বিবাহবার্ষিকীর ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement